
দোলের দিন গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়েছে বীরভূমের (Birbhum) সাইথিয়ায় একাধিক গ্রাম পঞ্চায়েত। যার জেরে কার্যত রণক্ষেত্র আকার ধারণ করে দরিয়াপুর, ফুলুর, মাথপালসা, হরিসারা গ্রাম পঞ্চায়েত। এই অবস্থায় এলাকায় পরিস্থিতি শান্ত করতে আগামী ১৭ মার্চ পর্যন্ত মূল এলাকাগুলিতে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। কোনও ধরনের গুজব, অবৈধ কার্যকলাপ যাতে না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। যদিও এই বিষয়ে কড়া বিরোধীতা করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।
ইন্টারনেট পরিষেবা বন্ধের বিরোধীতায় লকেট চট্টোপাধ্যায়
তাঁর মতে, "তৃণমূল সরকার ধর্ম ও জাতি নিয়ে রাজনীতি করে। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব যে অশান্ত এলাকাগুলিতে শান্তি ফিরিয়ে আনা। ইন্টারনেট বন্ধ করে কোনওকিছুই ধামাচাপা দেওয়া যায় না। উনি বলে যে ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়। তাহলে কেনও উনি এবং ওনার দলের নেতারা তোষণের রাজনীতি করছেন"?
দেখুন লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য
#WATCH | कोलकाता: भाजपा नेता लॉकेट चटर्जी ने बीरभूम जिले में हुई झड़प की घटना पर कहा, "...जाति और धर्म को लेकर तृणमूल सरकार राजनीति कर रही है... यह ममता बनर्जी की जिम्मेदारी है। उन्हें स्थिति को ठीक करना चाहिए। इंटरनेट प्रतिबंधित करने से इसका समाधान नहीं होगा... वे(ममता बनर्जी)… pic.twitter.com/fEddypbX3G
— ANI_HindiNews (@AHindinews) March 16, 2025
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রশাসন
প্রসঙ্গত, দোলের দিন দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয় সাইথিয়ার একাধিক গ্রাম পঞ্চায়েত। এমনকী অশান্তির আগুন ছড়িয়েছে নানুরেও। পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করতে পথে নেমেছে পুলিশ প্রশাসন। একাধিক জায়গায় জারি রয়েছে ১৪৪ ধারা। ইতিমধ্যেই এই ঘটনায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে ঝামেলায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। যদিও স্থানীয় প্রশাসন এই নিয়ে কিছু বলেননি। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলেই খবর।