
অমরাবতী, ১৫ মার্চঃ পড়াশোনায় মন নেই। পরীক্ষার ফলাফল খুবই খারাপ। দুই কিশোর ছেলের লেখাপড়ার করুণ দশা দেখে সাংঘাতিক পদক্ষেপ নিলেন এক ব্যক্তি। বাবার হাতে খুন দুই ছেলে। ছেলেদের খুন করে নিজেও আত্মঘাতী (Suicide) হলেন বাবা। অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) হাড়হিম করা ঘটনা।
ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম ভি চন্দ্র কিশোর (৩৭)। ওএনজিসি-তে কর্মরত ছিলেন তিনি। শুক্রবার সকাল ১০টা নাগাদ খুনের ঘটনাটি ঘটে। দুই নাবালক ছেলেকে জলের বালতিতে মুখ চুবিয়ে শ্বাসরোধ করে খুন করে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন চন্দ্র কিশোর।
ঘটনার একটি মামলা দায়ের করেছে পুলিশ। চলছে তদন্ত। বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সেটি পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে। ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়ে যাবতীয় যা প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে এনেছে। পুলিশ জানাচ্ছে, দুই ছেলের পড়াশোনা নিয়ে ভীষণই চিন্তিত ছিলেন কিশোর। প্রতিযোগিতামূলক এই সমাজে ভালো লেখাপড়া না করলে তাঁর ছেলেদের টিকে থাকা দায় হবে, সেই আতঙ্কই দিবারাত্র কুড়ে কুড়ে খেত তাঁকে। তার উপর ছেলেদের পরীক্ষার খারাপ ফল বাবার চিন্তাকে অবসাদে নিয়ে গিয়েছিল। যা গ্রাস করেছে তাঁদের।
মৃত ব্যক্তির স্ত্রী রানী পুলিশকে জানান, তাঁদের শোয়ার ঘরে স্বামীর ঝুলন্ত দেহ দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। এরপর তিনি উদ্ধার করেন দুই সন্তানের নিথর দেহ। জলের বালতির পাশে পড়ে রয়েছে তাঁর নাড়ি ছেঁড়া দুই ধন। এক লহমায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেলেন তিনি।