
দেশের প্রধানমন্ত্রী তিনি। বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় তাঁর নাম রয়েছে। কিন্তু দীর্ঘসময় ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) একা থাকছেন। দেশের সেবা করার জন্যই তিনি চিরজীবন একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আধ্যাত্বিক বিষয়েও তাঁর যথেষ্ট জ্ঞান রয়েছে। তবে দীর্ঘদিন ধরে একা থেকে কখনও মানসিক অবসাদে তিনি পড়েননি? এই প্রশ্ন অনেকের মনেই রয়েছে। তবে কোনও দুঁদে সাংবাদিকই এই নিয়ে তাঁকে প্রশ্ন করার সাহস পাননি। তবে বিশ্বের অন্যতম জনপ্রিয় পডকাস্টার লেক্স ফ্রিডম্যান (Lex Fridman) এই নিয়ে সোজাসাপটা প্রশ্ন করে বসলেন প্রধানমন্ত্রী মোদীকে।
স্বামী বিবেকানন্দের মতাদর্শে বিশ্বাসী প্রধানমন্ত্রী
এই প্রসঙ্গে মোদী বলেন, "আমি কখনও একাকীত্ববোধ করি না। আমি ১+১ তত্ত্বে বিশ্বাসী। এই তত্ত্বে আমি তো থাকছিই, সেই সঙ্গে আমার ভগবানও থাকছেন। আমি সত্যিই কখনই একা থাকি না, কারণ আমার সঙ্গে আমার ভগবান থাকেন। আমি স্বামী বিবেকানন্দের মতাদর্শে বিশ্বাসী। তাঁর মতে, নর সেবাই নারায়ণ সেবা। আমার কাছে দেশই দেব ও নারায়ণ হলেন নর। জন সেবাই প্রভু সেবা, এই মতাদর্শ নিয়েই এগিয়ে চলছি। সেই কারণে একা কীভাবে থাকব, সেই প্রশ্ন আমার মনে উঠেই আসেনি"।
দেখুন প্রধানমন্ত্রীর বক্তব্য
#WATCH | In a podcast with Lex Fridman, PM Narendra Modi said, "I never feel alone. I believe in the 1+1 theory— one is Modi, and the other is the divine. I am never truly alone because God is always with me... For me, ‘Jan Seva Hi Prabhu Seva’. I have the support of the divine… pic.twitter.com/VIMSH8veXB
— ANI (@ANI) March 16, 2025
কোভিডের সময় কীভাবে নিজেকে ব্যস্ত রেখেছিলেন প্রধানমন্ত্রী?
প্রধানমন্ত্রী আরও বলেন, :"কোভিডের সময় সকলেই ঘরবন্দি ছিলেন। কেউ সেভাবে বাইরে বেরোতে পারেননি। ওয়ার্ক ফর্ম হোম কালচার চলছিল সেই সময়। আমিও তখন ঘরে বসে কাজ করতাম। ভার্চুয়ালি বৈঠক, ঘরে বসে বিভিন্ন কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতাম। আর একটা কাজ করতাম, সেটা হল দেশজুড়ে আমার প্রচুর কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে যাঁদের বয়স ৭০-এর ওপরে, তাঁদের সঙ্গে যোগাযোগ করা শুরু করলাম। তাঁদের শরীর ঠিক আছে কিনা, তাঁদের পরিবারের কোনও সমস্যা রয়েছে কিনা, সেই খোঁজখবর নিতাম। তাঁরা কখনই ভাবতে পারেনি যে এত ব্যস্ততার মধ্যেও তাঁদের সঙ্গে যোগাযোগ করব, কিন্তু আমি করেছি"।