প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ প্রেমিকের(Boy Friend) সঙ্গে কথা বলতে দেখে নিয়েছিলেন স্বামী(Husband)। আর তাই স্বামীকে কুপিয়ে খুন করল স্ত্রী। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলার ভাতাউলি গ্রামে। অভিযোগ, স্বামীর গোপনাঙ্গে ছুরি দিয়ে মেরে তাঁকে খুন করে প্রিয়াঙ্কা দেবী নামে ওই মহিলা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সংসারে অশান্তি লেগেই ছিল। স্ত্রীকে সন্দেহ করতেন মিথিলেশ নামে ওই যুবক। ঘটনার সূত্রপাত গত ১৪ মার্চ। এদিন স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলতে শুনে ফেলেন মিথিলেশ। আর এরপরই শুরু হয় অশান্তি। বচসা চরমে পৌঁছলে স্বামীকে ছুরির কোপ মারে প্রিয়াঙ্কা। আঘাত করা হয় গোপনাঙ্গে। এরপরই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মিথিলেশ।

বিহারে স্ত্রীর হাতে খুন স্বামী, শুরু তদন্ত

পরিস্থিতি বেগতিক দেখে ওই অবস্থায় স্বামীকে ঘরে বন্ধ করে তিন সন্তানকে নিয়ে পালানোর চেষ্টা করে প্রিয়াঙ্কা। কিন্তু শেষ পর্যন্ত প্রতিবেশীদের চোখে ফাঁকি দিয়ে পালাতে পারেনি সে। প্রতিবেশীদের কাছে প্রিয়াঙ্কা জানাতে বাধ্য হয় ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মিথিলেশ।। এরপর প্রতিবেশীরাই আহত মিথিলেশকে নিয়ে স্থানীয় হাসপাতালে ছোটেন। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণ করেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে অভিযুক্ত স্ত্রী প্রিয়াঙ্কার বিরুদ্ধে খুন সহ একাধিক ধারায় মামলা রুজু করে হয়েছে।

পরকীয়ার জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে খুন স্ত্রীর