
নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশে(Uttra Pradesh) ফের গণধর্ষণ(Gang Rape)। দিদির শ্বশুরবাড়ি বেড়াতে এসে গণধর্ষণের শিকার ১৪ বছরের নাবালিকা। অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের মামলা। জানা গিয়েছে, গত রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দোকাটি থানা এলাকায়। নির্যাতিতার বাড়ি বিহারের বালিয়ায়। বিগত কিছুদিন আগে দিদির শ্বশুরবাড়িতে ঘুরতে আসে ওই নাবালিকা। অভিযোগ, রবিবার বাড়ির সামনে থেকে মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে গাড়িতে তুলে নিয়ে পালায় তিন যুবক। এরপরই তাকে গণধর্ষণ করা হয়।
উত্তরপ্রদেশে ফের গণধর্ষণের ঘটনা
ওই তিন যুবকের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা। নাম সুরজ সোনি। কিন্তু বাকি দু'জনের পরিচয় এখনও অজানা। এই ঘটনার পর পুলিশের দ্বারস্থ হয় ওই নাবালিকা। সুরজ স্ফ অজ্ঞাত পরিচয় দুই যুবকের নামে দোকাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। রেকর্ড করা হয় নির্যাতিতার বয়ান। তিন অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই এই তিনজনকে খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে পুলিশ। অন্যদিকে নাবালিকার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।
দিদির বাড়ি বেড়াতে এসে গণধর্ষণের শিকার নাবালিকা,শুরু তদন্ত
Ballia Shocker: 14-Year-Old Girl Kidnapped at Gunpoint and Gang-Raped in Uttar Pradeshhttps://t.co/vQx5UBI1WE#Ballia #CrimeNews #UttarPradesh #Kidnaping
— LatestLY (@latestly) March 16, 2025