
৫১ বছর বয়সে আন্তর্জাতিক টুর্নামেন্টে ট্রফি জিতলেন অধিনায়ক সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। রোহিত শর্মা-রা ক দিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন। এবার প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে হওয়া আন্তর্জাতিক টি-২০ টুর্নামেন্টে (International Masters League T20) চ্যাম্পিয়ন হলেন সচিন তেন্ডুলকর-রা। রাইপুরে আন্তর্জাতিক মাস্টার্স টি-২০ লিগের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স দলকে হারিয়ে আন্তর্জাতিক মাস্টার্স লিগে চ্যাম্পিয়ন হল সচিন তেন্ডুলকরের নেতৃত্বে খেলা ইন্ডিয়া মাস্টার্স দল (ভারতের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে গড়া দল)। এদিন ট্রফি জয়ের জন্য ১৪৯ রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৭ বল বাকি রেখে জিতলেন সচিন তেন্ডুলকর, যুবরাজ সিং, আম্বানি রায়াড়ু, রজার বিন্নি-রা। ফাইনালে ৫০ বলে ৭৪ রানের দুরন্ত ইনিংস খেলে মাতালেন রায়াড়ু। ক্য়ারিবিয়ান পেসার টিনো বেস্টের বলে আউট হন অধিনায়ক তথা ওপেনার সচিন (১৮ বলে ২৫)।
দারুণ খেললেন রায়াড়ু
যুবরাজ সিং ১৩ রানে ও স্টুয়ার্ট বিন্নি (১৬) শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ফাইনালে শূন্য রানে আউট হন ইউসুফ পাঠান। বল হাতে ৩টি উইকেট নেন বিনয় কুমার। চ্যাম্পিয়ন ভারতের প্রাক্তন ক্রিকেটারদের দলে আছেন ইরফান পাঠান, ধবল কুলকার্নি, পবন নেগি, শাহবাজ নাদিমের মত প্রাক্তন ক্রিকেটার-রাও।
হিরো কাপের স্মৃতি
ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে নিয়ে এবারই প্রথম ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ টি-২০ আয়োজিত হয়েছিল। সেমিফাইনালে ভারত হারিয়েছিল অস্ট্রেলিয়াকে, আর ওয়েস্ট ইন্ডিজ হারায় শ্রীলঙ্কাকে। ১৯৯৩ সালে হওয়া হিরো কাপের স্মৃতি উস্কে এদিন ফাইনালে মুখোমুখি হয়েছিলেন সচিন-লারা। সচিনদের ট্রফি জয় দেখতে ইউপি-র রাইপুরের মাঠে হাজির ছিলেন প্রায় ৪৭ হাজার দর্শক।
ভারতের প্রাক্তনরা চ্যাম্পিয়ন হলেন
#IndiaMasters are the 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 of the inaugural edition of the #𝐈𝐌𝐋𝐓𝟐𝟎! 🏆
They smashed records, won hearts, and delivered when it mattered the most! 𝐖𝐡𝐚𝐭 𝐚 𝐣𝐨𝐮𝐫𝐧𝐞𝐲, 𝐰𝐡𝐚𝐭 𝐚 𝐭𝐞𝐚𝐦! 🤩🔥#TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/dEi5GvhCgb
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) March 16, 2025
সচিন, যুবরাজদের হারাতে নেমেছিলেন লারা
ফাইনালে ওপেন করতে নেমে ব্যক্তিগত ৬ রানে আউট হন ব্রায়ান লারা। লারাকে আউট করেন বিনয় কুমার। রামপাল, রামদিন, সিমন্স, টিনো বেস্টের মত তারকা ক্যারিবিয়নরা এদিন ফাইনালে সচিনদের হারাতে নেমেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তনদের পক্ষে সর্বোচ্চ রান করেন লিন্ডল সিমনস (৫৭)।
পুরো টুর্নামেন্টেই দারুণ খেললেন সচিনরা
গ্রুপ লিগে একটা ম্যাচ ছাড়া সব কটায় জিতে সেমিফাইনালে উঠেছিলেন সচিনরা। গ্রুপের খেলায় হারলেও সেমিফাইনালে শেন ওয়াটসনের অস্ট্রেলিয়াকে ৯৪ রানে হারিয়েছিলেন সচিনরা।