মাঝ আকাশে দাউদাউ করে জ্বলছে একটি ইঞ্জিন (Photo: Twitter)

ডেনভার, ২১ ফেব্রুয়ারি: টেকঅফ করার পরই মাঝ আকাশে একটি ইঞ্জিনে আগুন। জরুরি অবতরণ করল ইউনাইটেড এয়ারলাইন্সের (United Airlines) একটি বিমান। বোয়িং ৭৭৭ বিমানটি ডেনভার বিমানবন্দর (Denver International Airport) থেকে হনোলুলু যাওয়ার কথা ছিল। মাটি ছাড়ার পরই বিমানের ডান ইঞ্জিনে আগুন লেগে যায়। এরপরই বিমানটি ডেনভার বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট। বিমানে ২৩১ জন যাত্রী ও ১০ জন কর্মী ছিলেন। সবাই অক্ষত আছেন।

সোশাল মিডিয়ায় এই বিমানের ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, মাঝ আকাশে দাউদাউ করে জ্বলছে একটি ইঞ্জিন। এছাড়াও কলোরাডোর ডেনভারের নিকটবর্তী শহর ব্রুমফিল্ডে বিমানের ইঞ্জিনের ধাতব টুকরো মাটিতে পড়তে দেখা গেছে। আরও পড়ুন: China Unveils Names of 4 PLA Martyrs: এতদিনে গলওয়ান ভ্যালিতে মৃত ৪ সেনার নাম প্রকাশ করল চিন

কী করে বিমানের ইঞ্জিনে আগুন লাগল তার বিস্তারিত কারণ এখনও জানা যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) তদন্তের নির্দে দিয়েছে।