শীত (প্রতীকী ছবি: File Photo)

কলকাতা, ২ ফেব্রুয়ারি: করোনাকালে আবহাওয়ার মতিগতি বোঝা সত্যি শক্ত। নাহলে ফেব্রুয়ারিতে রাজ্যজুড়ে চলছে শৈত্যপ্রবাহ। তাও আবার দক্ষিণবঙ্গে। হ্যাঁ ঠিকই শুনেছেন শহর কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদে রয়েছে শৈত্যপ্রবাহের পূর্বাভাস। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলছে তীব্র শৈত্যপ্রবাহ। বিহার সংলগ্ন মালদা, উত্তর দিনাজপুরে জারি ঘন কুয়াশার সতর্কবার্তা। সপ্তাহান্তে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি হলে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার মাত্রা (Winter In West Bengal) আরও কিছুদিন বজায় থাকবে। দার্জিলিং ও সিকিমে বৃষ্টির জেরে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সামান্য বেড়েছে তাপমাত্রার পারদ। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি। আরও পড়ুন-Covid-19 vaccine: ব্রিটেনে দেড় হাজার স্বেচ্ছাসেবককে দেওয়া হল কোভিশিল্ডের ভুল ডোজ, মুখে কুলুপ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার

চলতি সপ্তাহে রাজ্যজুড়ে বজায় থাকবে শীতের আমেজ, জানাচ্ছে হাওয়া অফিস। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। কিন্তু উত্তুরে হাওয়ার প্রভাবে ফের কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্য়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বিগত ১০ বছরে এটাই শীতলতম ফেব্রুয়ারি। তবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সাধারণত বজায় থাকে শীতের আমেজ। সেক্ষেত্রে এই পারদ পতন অস্বাভাবিক নয়। উত্তুরে হাওয়ার প্রভাবে কমেছে তাপমাত্রা। আগামী কাল বুধবার থেকে উত্তরবঙ্গে চড়বে পারদ। তবে দক্ষিণবঙ্গে এই কনকনানি ঠান্ডা অনুভূত হবে আরও একদিন।