লন্ডন, ২ ফেব্রুয়ারি: এবার খোদ লন্ডনেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাক্সিন কোভিশিল্ডের ভুল ডোজ নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। অভিযোগ, ভ্যাক্সিনের (Covid-19 vaccine) ট্রায়ালে অংশগ্রহণকারী এমনই দেড় হাজার স্বেচ্ছাসেবককে এই ভুল ডোজ দেওয়া হয়েছে। যদিও তানিয়ে মুখ খুলতে নারাজ অক্সফোর্ড এমনকী, এই ঘটনায় নিজেদের দোষও স্বীকার করেনি অক্সফোর্ড কর্তৃপক্ষ। জানা গিয়েছে, গতবছর ৮ জুন একটি চিঠিতে বলা হয়, অক্সফোর্ডের গবেষকদের তৈরি ভ্যকসিনের ডোজ মানব শরীরে কেমন প্রতিক্রিয়া করে তা দেখতে হবে। সেই প্রেজেন্টেশনের চিঠিতে গবেষক অ্যান্ড্রু জে পোলার্ডের সই ছিল। এরপর সেই ভ্যাকসিন কবে কোথায় কাদের দেওয়া হল, তানিয়ে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। আরও পড়ুন-Farmers' Protest: আগামী ৬ ফেব্রুয়ারি দেশজুড়ে জাতীয় ও রাজ্য সড়কগুলি অবরোধের ডাক দিলেন আন্দোলনরত কৃষকেরা
তবে গত ২৪ ডিসেম্বর সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, এই প্রেজেন্টেশনে যে স্বেচ্ছাসেবকরা অংশ নিয়েছিলেন তাঁদের মাত্র একটি ডোজ দেওয়া হয়েছে। এবং এনিয়ে সংস্থার তরফে কোনও খবরই প্রকাশ্যে জানানো হয়নি। মোট দেড় হাজার স্বেচ্ছাসেবক করোনা ভ্যাকসিনের এই ভুল ডোজ পেয়েছেন। তবে এতবড় ভুল করেও গবেষকরা এনিয়ে খুব একটা চিন্তিত নন। ভুল স্বীকার দূরের কথা এই ঘটনাকে সামান্য ভুল ছাড়া বেশিকিছু তাঁরা বলতেই চান না। অক্সফোর্ডের মুখপাত্র প্রিচার্ড এই বিষয়ে কোনওরকম আমল না দিয়ে সংবাদ মাধ্যমকে জানালেন, “অর্ধেক ডোজ নেওয়া গ্রুপটি অপরিকল্পিত ছিল। কিন্তু ডোজের পরিমাপে ভুল ছিল তা জানতে পেরেছিলাম। ডোজের ত্রুটি ঘটেনি। ডোজ দেওয়ার আগে এবং ডোজটি সংশোধন করার সময় নিয়ন্ত্রকদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছি।”
যদিও অ্যান্ড্রু জে পোলার্ড এনিয়ে মুখে কুলুপ এঁটেছেন। এই ডোজের বিভিন্নতায় স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্যের ঝুঁকি ছিল। তাঁরা বড়রকমের অসুস্থতার মধ্যে পড়তে পারতেন। যদিও অক্সফোর্ডের তরফে গোটা বিষয়টি চেপে যাওয়া হয়েছিল। যেহেতু সমগ্র ইংল্যান্ডে কোভিশিল্ড টিকাকরণ শুরু হয়েছে। খুবই কম টাকায় সাধারাণের নাগালে চলে গেছে ভ্যাকসিন। তবে দেশের বয়স্কদের উপরে এই ভ্যাকসিনের প্রতিক্রিয়া কি তা জানতে একটা সমীক্ষা চলছিল। তখনই এই ভুল ডোজ সংক্রান্ত বিষয়টি প্রকাশ্যে আসে।