প্রতীকী ছবি (Representational Image Only)

কলকাতা, ৩১ ডিসেম্বর: রাত পোহালেই নতুন বছর। যতই করোনার হুমকি থাক না কেন বাড়িতেও তো হতে পারে বর্ষবরণের উদযাপন। বাঙালি তাই সাতসকালেই বন্দোবস্তে লেগে পড়েছে। তবে ঠান্ডা দিচ্ছে বাগড়া। কাকভোরে লেপ কম্বলের ওম ছেড়ে বাইরে বেরতে মন কারোরই চায় না। তবে বিধি বাম, কাজ তো করতেই হবে। কলকাতায় এদিনের তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিক ভাবেই পারদ পতন আরও বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান ও দুই মেদিনীপুর কাঁপছে ঠকঠকিয়ে। সেখানে শৈত্যপ্রবাহের পূর্বাভাস জারি রয়েছে। এমনিতেই করোনাকালে কাটল বছর ২০২১-এ বঙ্গবাসী একটু খোলা হাওয়ায় শ্বাস নিতে চাইছে।

যদিও করোনার নতুন স্ট্রেন পৌঁছে গেছে কলকাতায়। যতই ক্রিসমাসে পার্কস্ট্রিটে ভিড় উপচে পড়ুক বর্ষবরণের রাতে সেই উদযাপনে রাশ টানতে বন্ধ পরিকার কলকাতার পুলিশ প্রশাসন। মাস্ক ছাড়া বাইরে বেরিয়েছো কি গুনতে হবে জরিমানা। তাই সংক্রমণ ঠেকাতে, সুস্থ তাকতে বাড়িতে থেকেই বর্ষশেষের বিদায়বেলা উপভোগ করুন। আর সঙ্গে উপরি পাওনা হিসেবে ঠান্ডা থাকলে তো সোনায় সোহাগা। উত্তর পশ্চিম ভারত থেকে ছুটে আসছে হিমেল হাওয়া যার প্রবাবে রাজ্যে শীত এখনও বর্তমান থাকবে। ত্রিপুরার আবহাওয়াও বেশ উপভোগ্য। তবে মণিপুর মিজোরামের বাসিন্দারা শৈত্যপ্রবাহে প্রায় কাবু হয়ে পড়েছেন। আরও পড়ুন-Coronavirus Cases In US: বর্ষবরণের আগেই মৃত্যু মিছিলে আমেরিকা, বুধবার দিনভর করোনায় মৃত ৩ হাজার ৯২৭ জন

অন্যদিকে তুষারপাত চলছে হিমালয়ে। তাই উত্তর পশ্চিমভারতের রাজ্যগুলিতে জাঁকিয়ে শীতের সঙ্গে শৈত্যপ্রবাহও অব্যাহত। এর থেকে রেহাই পায়নি রাজধানীও। সেখানে মোটামুটি আট নয় বা তারও নিচে থাকছে দৈনিক তাপমাত্রা। এমন মারকাটারি ঠান্ডায় রাজপথে আন্দোলনে বসেছেন কৃষকরা। সঙ্গে রয়েছে ঘন কুয়াশা ও দূষণের চাদর।