শুরুতেই ছন্দপতন। লঞ্চ হওয়ার আগেই থেমে গেল জাপানের H3রকেট। মহাকাশে স্যাটেলাইট পাঠানোর জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছিল বেশ কিছুদিন ধরেই। সব ঠিকঠাকই ছিল। কিন্তু বিপত্তি ঘটে লঞ্চের সময়। আচমকাই রকেটটিকে উত্তোলন করার একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। যার জেরে বন্ধ হয়ে যায় লঞ্চ প্রক্রিয়া।
৫৭ মিটার লম্বা রকেটটি তানেগাশিমা স্পেস সেন্টার থেকে একটি অবজারভেশন স্যাটেলাইট নিয়ে মহাকাশে যাওয়ার কথা ছিল। ALOS-3 স্যাটেলাইটে রয়েছে ইনফ্রারেড প্রযুক্তি যা উত্তর কোরিয়ার ব্যালেস্টিক মিসাইল হানা চিনতে সমর্থ। লঞ্চ ব্যর্থ হওয়ার পর কান্না ভেজা চোখে প্রতিক্রিয়াও দেন জাপান এয়ারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সীর প্রজেক্ট ম্যানেজার মাসাহি ওকাডা।তিনি জানান,‘ অনেক মানুষই আমাদের অগ্রগতির দিকে তাকিয়ে ছিলেন, তবে আমরা দুঃখিত’। ওকাডা জানিয়েছেন জাক্সার তরফ থেকে দ্বিতীয়বারের জন্য প্রচেষ্টা করা হবে।
মহাকাশে নিজেদের জায়গা পাকা করতে জাপানের তরফ থেকে তৈরি করা হয়েছিল H3। স্পেস এক্সের মতই তারা নিজেদের স্যাটেলাইটের পাশাপাশি অন্যান্য দেশের স্যাটেলাইট বহন করার ভাবনা নিয়ে এই প্রজেক্টে এগিয়ে যাচ্ছিল। তবে তা আপাতত কার্যত অসফলই থেকে গেল।
Japan's halts H3 flagship rocket launch moments before lift off https://t.co/Xtd1UK6dHD pic.twitter.com/6TEcpHWVHG
— Reuters World (@ReutersWorld) February 17, 2023