Elon Musk and X (Photo Credits: Instagram and Twitter)

TikTok Ban: দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের দিন যত এগিয়ে আসছে ততই মার্কিন মুলুকে টিকটক নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা বাড়ছে। ব্যান হওয়ার আগে বাইট ডান্সকে তাদের টিকটক-এর মার্কিন ব্যবসা কাউকে বিক্রি করতে হবে। টিকটক(Tiktok)কে কেনার ব্যাপারে সবচেয়ে বেশী নাম শোনা যাচ্ছে দুনিয়ার ধনীতম ব্যক্তি তথা এখন মার্কিন রাজনীতির সবচেয়ে ক্ষমতাবান ইলন মাস্ক। এর আগে টিকটক ব্যানের বিরোধিতৈা করেছিলেন মাস্ক।টেসলার ইলেকট্রিক গাড়ি থেকে স্পেস এক্সের বিপ্লব ঘটিয়ে দেওয়া রকেট, কিংবা মঙ্গলে বসতির গড়ার স্বপ্ন -সব কিছুর কারিগর মাস্ক সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় প্ল্য়াটফর্ম টুইটার রেকর্ড 44 বিলিয়নে কিনে চমকে দিয়েছিলেন।

মাস্কের সঙ্গে কথা  চিনা কর্তাদের

মার্কিন সংবাদমাধ্যমে খবর, টিকটক বিক্রি নিয়ে বাইট ডান্সের চিনের শীর্ষ কর্তাদের সঙ্গে মাস্কের বেশ কয়েকলার বৈঠক হয়েছে। খুব দ্রুত এই ব্যাপারে মাস্ক তার সিদ্ধান্ত জানাবেন বলে শোনা যাচ্ছে।

টিকটক কিনতে পারেন মাস্ক

 টিকটকের মুনাফা কত 

টুইটার কেনার পর নাম পাল্টে এক্স, আর পোস্ট করলে রোজগারের সুযোগ এনে দেওয়া মাস্ক এবার টিকটক কিনতে ইচ্ছাপ্রকাশ করেন কি না সেটাই দেখার। গত বছর মার্কিন বাজার থেকে প্রায় ১০.১ বিলিয়ন ডলার মুনাফা হয় টিকটকের। ২০২৫ সালে আমেরিকায় টিকটকের মুনাফা ১৩ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি যেতে পারে।

টিকটকের দাম ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়াতে পারে

মার্কিন মুলুকে ডিজিটালে বিজ্ঞাপনের প্রবণতা অনেকটা বেড়ে যাওয়ার ফায়দা পাচ্ছে চিনের এই প্ল্যাটফর্ম। মার্কিন যুক্তরাষ্ট্রে এখন টিকটকর সক্রিয় ইউজারের সংখ্যা ১২ কোটির বেশী।  বিক্রি হলে টিকটক ইউএস-র মূল্য ১০০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।