Team India Lost Series at hoem soil, (Photo Credits: X)

WTC Point Table: ৪ হাজার ৩৩১ দিন পর দেশের মাটিতে টেস্ট সিরিজ হারল টিম ইন্ডিয়া (Team India)। পুণে (Punne Test)-তে কিউইদের বিরুদ্ধে পরাস্ত হওয়ার পর ২০০০ সালের পর থেকে গত ২৪ বছরের ভারতের দেশের মাটিতে এটি তৃতীয় টেস্ট সিরিজ হার। ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ হেরেছিল টিম ইন্ডিয়া। এরপর একেবারে চমকে দিয়ে কিউইরা সিরিজ জিতে নিল। যে কিউইরা গত ৩৬ বছর ভারতের মাটিতে টেস্টে জেতেনি। যে কিউইরা গত পাঁচ বছরে টেস্ট বিদেশের মাটিতে সাফল্য পায়নি। যে কিউই দল শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়ে ভারতে খেলতে এসেছিল। বাংলাদেশকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসে টগবগ হয়ে খেলতে নেমে টম লাথাম-দের বিরুদ্ধে ভরাডুবি হল টিম ইন্ডিয়ার। বেঙ্গালুরুতে ৪৬ রানে অল আউট হওয়ার পর ৮ উইকেটে হার এবং পুণেতে দ্বিতীয় টেস্টে মিচেল স্যান্টনারের ১৩ উইকেটের অবিশ্বাস্য স্পেলে ১১৩ রানে হেরে মাথানত হল রোহিত শর্মাদের।

দেশের মাটিতে টানা ১৮টি টেস্ট সিরিজ জয়ের পর টিম ইন্ডিয়ার বিজয়রথ থামল। ১২ বছর আগে ইংল্যান্ডের কাছে দেশের সিরিজ হারের পর টিম ইন্ডিয়া টানা ১৮টি টেস্ট সিরিজ জয়, ৪২টি টেস্টে জয়, ৭টি -তে ড্র করেছে। এর মাঝে গত ১২ বছর ভারত মাত্র ৫টি টেস্টে হেরেছে। সেখানে গত দশ দিনে টিম ইন্ডিয়া দেশের মাটিতে দুটি টেস্ট হেরেছে।

তবে এখন সবার একটাই প্রশ্ন দেশের মাটিতে প্রথম দুটি টেস্টে হেরে নিউ জিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের পর রোহিত শর্মারা কি জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে পারবেন? ১০ দিন আগেও পয়েন্ট তালিকায় অনেকটা এগিয়ে শীর্ষস্থানে থেকে টিম ইন্ডিয়ার সামনে টানা তিনবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা সহজ দেখাচ্ছিল। জোড়া হারের পর রোহিত শর্মারা এখনও WTC-র পয়েন্ট টেবলে শীর্ষস্থানে আছেন। কিন্তু টিম ইন্ডিয়ার জয়ের শতাংশ এক ধাক্কায় ৬৮.০৬ থেকে ৬২.৮২-তে নেমে এসেছে। সেখানে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়াা (৬২.৫০%), তিনে শ্রীলঙ্কা (৫৫.৫৬%)। দক্ষিণ আফ্রিকা ৪৭.৬২% সংগ্রহ করে চতুর্থ স্থানে আছে। যেখানে প্রথম দুটি দল ফাইনালে খেলবে। আরও পড়ুন-টেস্টে সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে উচ্ছ্বাসে মাতলেও মাটিতে পা কিউইদের, পুণেতে ১৩ টি উইকেট নিয়ে নজির স্যান্টনারের

এখান থেকে টিম ইন্ডিয়ার কাছে জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার অঙ্কটা পরিষ্কার। সেটি হল ফাইনালের আগে রোহিত শর্মারা মোট ৬টি টেস্ট খেলবেন। একটি মুম্বইতে চলতি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ আর বাকি পাঁচটি টেস্ট অস্ট্রেলিয়া। রোহিতরা যদি ৬টি-র মধ্যে ৪টি-তে জিতে যান, তাহলে আর কোনও কারও দিকে না তাকিয়ে সরাসরি ফাইনালে উঠবেন। কিন্তু এর চেয়ে কম টেস্টে জিতলে অনিশ্চিত হতে শুরু করবে ফাইনালের টিকিট। বাকি ৬টি-র মধ্যে অন্তত ৩টি-তে না জিতলে টিম ইন্ডিয়ার টানা তিনবার WTC-র ফাইনালে খেলা কার্যত অসম্ভব হয়ে পড়বে।

পয়লা নভেম্বর থেকে মুম্বইয়ে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা সিরিজের শেষ টেস্টে নামছেন রোহিত শর্মা-রা। সিরিজ ইতিমধ্যেই হেরে বসেছে টিম ইন্ডিয়া। এরপর ২২ নভেম্বর থেকে পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলবে টিম ইন্ডিয়া।

এক নজরে দেখে নেওয়া যাক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের দৌড়ে কারা--

ভারত-ফাইনালের আগে রোহিত শর্মারা মোট ৬টি টেস্ট খেলবেন। তার মধ্যে একটি মুম্বইতে পয়লা নভেম্বর থেকে চলতি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ আর বাকি পাঁচটি টেস্ট অস্ট্রেলিয়া। রোহিতরা যদি ৬টি-র মধ্যে ৪টি-তে জিতে যান, তাহলে আর কোনও কারও দিকে না

অস্ট্রেলিয়া- ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ। তারপর শ্রীলঙ্কায় গিয়ে দু টেস্ট সিরিজ খেলতে হবে। এখান থেকে সাতটির মধ্যে ৫টি-তে জিতলে অজিদের ফাইনালে ওঠা নিশ্চিত।

শ্রীলঙ্কা- বাকি আছে চারটি টেস্ট। দুটি খেলতে হবে দক্ষিণ আফ্রিকায় গিয়ে, দুটি নিজেদের দেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (২০২৫ সালে)। চারটির মধ্যে অন্তত তিনটিতে জিতলে ফাইনালে ওঠার সুযোগ থাকছে।

দক্ষিণ আফ্রিকা- বাকি আছে বাংলাদেশে একটি টেস্ট। ও নিজেদের দেশে শ্রীলঙ্কা ও পাকিস্তান। প্রোটিয়ারা সব কটা টেস্টে জিতলে বিপদে পড়বেন রোহিতরা।

নিউ জিল্যান্ড- ভারতের বিরুদ্ধে মুম্বই টেস্টে ও ইংল্যান্ডতে দেশের মাটিতে ৩-০ হারালে কিউইরাও ফাইনালে উঠতে পারেন।