প্রতি বছর ৩ জুন সারা বিশ্বে পালন করা হয় বিশ্ব বাইসাইকেল দিবস। বিশ্ব বাইসাইকেল দিবসের প্রধান উদ্দেশ্য হল সাইক্লিং সম্পর্কে মানুষকে সচেতন করা। নিয়মিত সাইকেল চালানো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নিয়মিত সাইকেল চালালে নিয়ন্ত্রণে থাকে ওজন। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন আধা ঘণ্টা সাইকেল চালালে হৃদরোগ, স্থূলতা, ডায়াবেটিস, আর্থ্রাইটিসের মতো অনেক মারাত্মক রোগ থেকে রক্ষা পাওয়া যায়। নিয়মিত সাইকেল চালালে মানসিক স্বাস্থ্যও ভালো থাকে। বিশ্ব বাইসাইকেল দিবস মানুষকে সাইকেল চালানোর এই উপকারিতা সম্পর্কে সচেতন করে।
১৯৯০ সাল পর্যন্ত বেশিরভাগ মানুষই সাইকেল চালানো পছন্দ করতেন। এরপর গাড়ি, বাইক এবং অন্যান্য মোটর গাড়ির দাম সস্তা হয়ে যায়, এর ফলে মানুষ গাড়ি কেনা শুরু করে এবং সাইকেলের জায়গা নিয়ে নেয় এই গাড়ি, বাইক। ধীরে ধীরে মানুষের মধ্যে সাইকেলের প্রতি আগ্রহ কমতে শুরু করে। এরপরেই সাইকেল চালানোর গুরুত্ব মানুষকে আবারও স্মরণ করিয়ে দেওয়ার জন্য বিশ্ব বাইসাইকেল দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
২০১৮ সালের ৩ জুন, প্রথমবার পালন করা হয় বিশ্ব বাইসাইকেল দিবস। এরপর থেকে প্রতি বছর ৩ জুন দিনটিতে পালন করা হয় বিশ্ব বাইসাইকেল দিবস। বর্তমানে মোটরসাইকেল ও গাড়ি ব্যবহার বৃদ্ধি হওয়ার ফলে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে পরিবেশে দূষণ। পরিবেশ দূষণমুক্ত রাখতে গাড়ির পরিবর্তে ফের সাইকেল ব্যবহার শুরু করা খুবই জরুরি। সাইকেল চালানোর ফলে সুস্থ স্বাস্থ্য পাওয়ার পাশাপাশি কমতে শুরু করবে বায়ু দূষণ।