ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকর। ১৮৮৩ সালের ২৮ মে মহারাষ্ট্রের নাসিকের ভগুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বিনায়ক দামোদর সাভারকরের মা ছিলেন রাধাবাই সাভারকর এবং পিতা ছিলেন দামোদর পন্ত সাভারকর। রাধাবাই এবং দামোদর পন্ত সাভারকরের চার সন্তান ছিল, তিন ছেলে এবং এক মেয়ে। বিনায়ক দামোদর সাভারকর প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন নাসিকের শিবাজি স্কুলে। তিনি শৈশব থেকেই বিদ্রোহী প্রকৃতির ছিলেন এবং ১১ বছর বয়সে মাঙ্কি আর্মি গঠন করেন তিনি।

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে থাকার পাশাপাশি বিদেশ থেকে আনা জিনিসপত্রের বিরুদ্ধেও ছিলেন বিনায়ক দামোদর সাভারকর। ১৯০৫ সালে দশেরার দিনে বিদেশ থেকে নিয়ে আসা সমস্ত জিনিসপত্র এবং কাপড় পোড়ানো শুরু করেছিলেন তিনি। নাসিকের জেলা কালেক্টর জ্যাকসনকে হত্যার জন্য নাসিক ষড়যন্ত্র মামলার অভিযোগে ১৯১১ সালের ৭ এপ্রিল কালা পানিতে সাজা দেওয়া হয় বিনায়ককে। ১৯১১ সালের ৪ জুলাই থেকে ১৯২১ সালের ২১ মে পর্যন্ত পোর্ট ব্লেয়ার জেলে ছিলেন তিনি।

১৮৫৭ সালের বিপ্লবের উপর 'The Indian War of Independence' বইটি লিখেছেন বিনায়ক দামোদর সাভারকর। এই বইয়ের মাধ্যমে গেরিলা যুদ্ধের শৈলীর কথা উল্লেখ করেছেন তিনি। কথিত আছে যে লন্ডন থেকে এই যুদ্ধ কৌশল শিখেছিলেন বিনায়ক দামোদর সাভারকর। 'The Indian War of Independence' বইটি প্রকাশের জন্য ব্রিটিশ সরকারের অনুমতি না থাকা সত্ত্বেও মাদাম ভিকাজি কামা প্রকাশ করেন এই বইটি। এরপর বইয়ের কপি বিতরণ করা হয় নেদারল্যান্ড, জার্মানি এবং ফ্রান্সে।