চৈত্র নবরাত্রির মাধ্যমে হিন্দি নতুন বছর শুরু হলেও, গুড়ি পাড়োয়া উৎসবের মাধ্যমে শুরু হয় মারাঠি নববর্ষ। মহারাষ্ট্রে গুড়ি পাড়োয়া খুবই জনপ্রিয়। গুড়ি পাড়োয়া বিভিন্ন রাজ্যে বিশেষ নামে পরিচিত। ২০২৫ সালে গুড়ি পাড়োয়া পালন করা হবে ৩০ মার্চ, রবিবার। মহারাষ্ট্র ও কোঙ্কনের বাসিন্দারা মারাঠি নববর্ষের প্রথম দিন হিসেবে পালন করে গুড়ি পাড়োয়া।
লুনিসোলার ক্যালেন্ডার অনুযায়ী মারাঠি নববর্ষ হল গুড়ি পাড়োয়া। এই দিনে সূর্যের পুজোর পাশাপাশি সুন্দরকাণ্ড, রামরাক্ষত্র ও দেবী ভগবতীর পুজো করা হয়। মহারাষ্ট্রের গুড়ি পাড়োয়া উৎসবের সঙ্গে সম্পর্কিত একটি জনপ্রিয় গল্প রয়েছে। গুড়ি পাড়োয়ার প্রতিপদ তিথিতে মারাঠা যোদ্ধা ছত্রপতি শিবাজী মহারাজ বিদেশী অনুপ্রবেশকারীদের পরাজিত করেছিলেন এবং বিজয় উদযাপনে শিবাজী মহারাজের সেনাবাহিনী বিজয় পতাকা উত্তোলন করেছিলেন।
ছত্রপতি শিবাজী মহারাজের জয়ের কারণে এই দিনটি বিজয় উৎসবের প্রতীক হিসেবে পালন করা শুরু হয়। এদিন ঘরে ঘরে পতাকা লাগানো হয়। বিশ্বাস করা হয়, পতাকা উত্তোলন সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। চৈত্র নবরাত্রিও গুড়ি পাড়োয়ার দিন থেকে শুরু হয়, অর্থাৎ হিন্দু নববর্ষও পালন করা হয় এই দিনেই। বিশ্বজগতের স্রষ্টা ব্রহ্মারও পুজো করা হয় এই দিনে এবং আড়ম্বর ও আনন্দের সঙ্গে স্বাগত জানানো হয় নতুন বছরকে।