আষাঢ়ী একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে বলা হয় আষাঢ়ী একাদশী। এই একাদশী দেবশয়নী একাদশী নামেও পরিচিত। হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এই একাদশীকে। এই দিন থেকে চার মাস নিদ্রায় থাকেন ভগবান বিষ্ণু। দেবশয়নী একাদশীর দিন থেকে শয়নকাল শুরু হয় ভগবান বিষ্ণুর এবং তার চার মাস পর দেবুথনী একাদশীতে ঘুম থেকে জেগে ওঠেন ভগবান বিষ্ণু।
আষাঢ়ী একাদশীর দিন থেকে চাতুর্মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায় সমস্ত শুভকাজ। ২০২৪ সালে আষাঢ়ী একাদশীর তিথি শুরু হচ্ছে ১৬ জুলাই, মঙ্গলবার, রাত ৮:৩৩ মিনিটে এবং শেষ হবে ১৭ জুলাই, বুধবার রাত ০৯:০২ মিনিটে। আষাঢ়ী একাদশীর উপবাস পালন করা হবে ১৭ জুলাই। আষাঢ়ী একাদশীর দিন গঠিত হতে চলেছে বিভিন্ন যোগ। এই দিন আনন্দাদি যোগ, বশি যোগ, বুধাদিত্য যোগ, সুনফা যোগ এবং সর্বমৃতসিদ্ধি যোগ। এই দিনে উপবাস ও পুজো করলে বাড়ি থেকে সমস্ত কলহ দূর হয়ে বাড়িতে সুখ এবং শান্তি আসে।