‘এসো হে বৈশাখ…’ ডাক দিয়ে বাংলা নববর্ষকে (বাংলা নববর্ষ ১৪৩০) স্বাগত জানাবে আজ পশ্চিমবঙ্গ-সহ ভারত। যাবতীয় জরা, জীর্ণতা, গ্লানি কাটিয়ে নতুন বছরে পা। আবারও মারণ করোনাভাইরাস (Coronavirus) চোখ রাঙাচ্ছে।তবে বাঙালির নতুন বছর বলে কথা। হাসি, কান্নার মধ্যে দিয়ে তা বরণ করে তো নিতেই হবে।আপামর বাঙালির কাছে এ যে এক আবেগের দিন, এক ঐতিহ্যবাহী দিন, এক আত্মমর্যাদার দিন।
বৈশাখ হল বাংলা ক্যালেন্ডার অনুসারে প্রথম মাস। তবে ভারতীয় রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ অনুসারে এটি হল দ্বিতীয় মাস। বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস ও বৈষ্ণব পঞ্জিকায় মধুসূদন মাসও বলা হয়। “বৈশাখ” শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের খুব কাছে দেখা যায়। বৈশাখ মাসের প্রথম দিনটিতে নতুন হালখাতা দিয়ে বছরের প্রথম মাস শুরু করেন ব্যবসায়ীরা। বৈশাখ মাসে গঙ্গায় দান ও স্নান করলে মানুষ বিশেষ ফল লাভ করে। বৈশাখ মাস মাধব মাস নামেও পরিচিত। যার অর্থ ভগবান কৃষ্ণের মাস। এই মাসে ভগবান বিষ্ণুর পূজা করা হয়। ভগবান বিষ্ণুর আরাধনা করলে মানুষের জীবনে সুখ-শান্তিতে ভরে থাকে।