দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষ উদ্বোধন হতে চলেছে বিশ্বের দীর্ঘতম টুইন লেন সেলা টানেল (Sela Tunnel)। আগামীকাল অর্থাৎ শনিবার উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই টানেলটি তৈরি হয়েছে তেজপুর (Tezpur) থেকে অরুণাচল প্রদেশে তাওয়াং (Tawang) পর্যন্ত। ১৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই টানেলর শিলান্যাস ৯ ফেব্রুয়ারি ২০১৯ করেছিলেন প্রধানমন্ত্রী। ৫ বছরের মধ্যে বানাতে খরচ হয়েছে ৮২৫ কোটি টাকা।

বর্ডার রোড অর্গানাইজেনের (Border Roads Organisation) পক্ষ থেকে জানানো হয়েছে, এই টানেলটি যে কোনও আবহাওয়ার মধ্যে খোলা থাকবে। কোনও প্রাকৃতিক দুর্যোগে বা আবহাওয়ার পরিবর্তনের কারণে বন্ধ থাকবে না সেলা টানেল। আগামীকাল এই টানেল উদ্বোধনের মাধ্যমে চীনের থেকে কার্যত স্ট্রেজিক্যালি এগিয়ে যাবে ভারত। এর আগে বহুবার এই টানেল বন্ধ করার চেষ্টা চালিয়েছিল চীনা সেনা।

মূলত, অরুণাচল প্রদেশকে নিজেদের দখলে করতে অনেকবার চেষ্টা করেছিল চীন। এমনকী কয়েকবছর আগে একটি ম্যাপ প্রকাশ করেছিল তারা, যেখানে তিব্বতের পাশাপাশি অরুণাচল প্রদেশের একটা অংশ নিজেদের বলে দাবি করে। এমনকী প্রাকৃতিক প্রতিকূলতার কারণে যে জায়গাগুলিতে ভারতীয় সেনার পৌঁছাতে সমস্যা হয় সেখানে ধীরে ধীরে দখল করছে চীন। সেই কারণেই এই টানেলটি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করছে ওয়াকিবহল মহল।