নয়াদিল্লি, ২৮ মে: করোনাভাইরাসের (Coronavirus) প্রাদুর্ভাবের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরে ছড়াছড়ি। সম্প্রতি তেমন ভাবেই ছড়িয়েছিল এক মহিলার ছবি। অসুস্থ হয়ে রাস্তায় শুয়ে রয়েছেন ওই মহিলা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টুইটারে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। ‘পরিযায়ী শ্রমিক’-দের ভাগ্যের ফের! এমনই আবেগবিহ্বল পোস্টে ছেয়ে গেছিল সোশ্যাল মিডিয়া।
কংগ্রেস নেতা অর্চনা ডালমিয়াও ছবিটি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘জীবনটা কী অমূল্য হয়ে পড়েছে? আমি চাই বিশ্বের প্রতিটা মা এই ছবিটা দেখুন। এটা কোনও ছবির দৃশ্য নয়। পরিযায়ী শ্রমিকদের দূর্দশার প্রতিচ্ছবি এটি। বিজেপি সজাগ হোক।’ আরও পড়ুন:Weather Update: নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি চলবে
যদি পিআইবি ফ্যাক্ট চেকে উঠে এল আসল তথ্য। এই ছবির সঙ্গে যে তথ্য ঘুরপাক খাচ্ছে। সেই ছবির তথ্য একেবারেই ভুল। এই ধরণের মিথ্যে খবর থেকে সাবধান থাকার পরামর্শ দিচ্ছে পিআইবি। পাশাপাশি পিআইবি আরও জানাচ্ছে, “এটি একটি পুরনো ছবি। যার তথ্যের সঙ্গে এই ছবির কোনও মিল নেই।”
Claim: A video of a woman lying on the ground is being circulated in the context of migrant situation during the #Covid19.#PIBFactCheck: Incorrect. This is an old video and is being shared out of context. Beware of such false claims. pic.twitter.com/b6uvQR12Rt
— PIB Fact Check (@PIBFactCheck) May 28, 2020