নতুন দিল্লি, ১৪ মে: বেড়েই চলেছে জ্বালানি তেলের (Fuel Prices) দাম। গতকাল, বৃহস্পতিবার দামের কোনও পরিবর্তন না হওয়ার পর আজ ফের বাড়ল দাম। করোনা কালে কঠিন সময়ে থাকা দেশবাসীর কাছে ফের বোঝা হয়ে দাঁড়াল পেট্রোল (Petrol)-ডিজেলের (Disel) দাম। দিল্লি (Delhi), মুম্বই (Mumbai), কলকাতা (Kolkata) সহ দেশের সব মেট্রো শহরেই বেড়েছে দাম। রাজস্থান, মধ্যপ্রদেশের মত বেশ কিছু রাজ্যে তেলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে।
কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ২৮ পয়সা বেড়ে হয়েছে, লিটার প্রতি ৯২.৪৪ টাকা। শহরে আবার ডিডেলের দাম বেড়েছে লিটার ৩৪ পয়সা। ফলে কলকাতায় ডিজেলের দাম এখন ৮৫.৭৯ টাকা। আরও পড়ুন: Sputnik vaccine: ভারতে স্পুটনিক, আগামী সপ্তাহ থেকে বাজারে মিলবে রাশিয়ান ভ্যাকসিন
রাজধানী দিল্লিতে এখন পেট্রোলের দাম ৯২.৩৪ টাকা, প্রতি লিটার। সেখানে লিটার প্রতি ডিডেলের দাম ৮২.৯৫ টাকা। মুম্বইয়েতে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে লিটারে ৯৮.৬৫ টাকা ও ৯০.১১ টাকা। মধ্যপ্রদেশের ভোপাল ও রাজস্থানের শ্রী গঙ্গানগরে লিটার প্রতি পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। ভোপালে লিটার প্রতি পেট্রোলের দর এখন ১০০.৩৮ টাকা, আর গঙ্গানগরে ১০৩.২৭ টাকা। করোনা সংক্রমণের কারণে এখন দেশের বিভিন্ন রাজ্যে লকডাউন বা কড়া নিয়ন্ত্রণ থাকায় জ্বালানি তেলের চাহিদা অবশ্য কম আছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $৬৯ ছুঁয়েছে। তাই এই দামবৃদ্ধি বলে দেশের তেল সংস্থাগুলি জানিয়েছে। ভ্যাটের কারণে দেশের বিভিন্ন রাজ্যে জ্বালানি তেলের দর না রকম হতে পারে। পেট্রোল-ডিজেলের ওপর সবচেয়ে ভ্যাট নেয় রাজস্থান, তারপরই মধ্যপ্রদেশ। তাই ওই দুই রাজ্যের কিছু জায়গায় জ্বালানি তেলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে।