Photo Credits: FB

নতুন দিল্লি, ১৭ জুলাই: কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্রই একাই রাজ করবে বিজেপি। এমন স্বপ্নেই বিভোর ছিল গেরুয়া শিবির। দেশজুড়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ-র নেতৃত্বে বিজেপি যত শক্তিশালী হয়েছে, ততই দুর্বল হয়েছে এনডিএ। কিন্তু ২০১৯ লোকসভার পর থেকে দ্রুত বদলেছে ছবিটা। কর্ণাটক থেকে হিমাচল প্রদেশে ধাক্কা খাওয়া, বেশ কিছু জায়গায় মোদী ম্যাজিক ফিকে হওয়ার পর বিজেপি বুঝেছে ২০২৪ লোকসভা নির্বাচনে নিজেদের পাশাপাশি এনডিএকে শক্তিশালী করতে না পারলে মহাবিপদ।

পঞ্জাবে শিরোমণি অকালি দল থেকে মহারাষ্ট্রে শিবসেনা, বিহারের জনতা দল ইউনাইটেড। এনডিএ-র দীর্ঘদিনের বিশ্বস্ত দলরা বিজেপির হাত ছেড়েছে। শরিকদের ছাড়া আগামী বছর লোকসভায় নামা বেশ ঝুঁকির হয়ে যাবে বিজেপির কাছে। যেখানে বিরোধীদের অন্তত ১৭টি দল কাছাকাছি এসেছে। আরও পড়ুন-দিল্লি নিয়ে কংগ্রেসের সমর্থন পেতেই বেঙ্গালুরুতে জোট বৈঠকে হাজির থাকার ঘোষণা আপ

দেখুন ভিডিয়ো

তাই বিরোধী জোটের নেতারা যখন বেঙ্গালুরুতে বৈঠকে বসছেন, তখন কাল,মঙ্গলবার দিল্লিতে শরিকদের নিয়ে এনডিএ-র বৈঠকে বসছে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানালেন এনডিএ-র বৈঠকে থাকছে ৩৮টি দল। এনডিএ-র বৈঠকে থাকা নিশ্চিত একনাথ শিন্ডের শিবসেনা, অজিত পাওয়ারের এনসিপি, পাসোয়ানদের রাষ্ট্রীয় লোকজনশক্তি পার্টি, উত্তরপ্রদেশের ওম প্রকাশ রাজভরের এসবিএসপি, অনুপ্রিয়া পাটিলের আপনা দল(সোনিলাল), বিহারে জিতেন রামমাঝির দল। ক দিন আগে পটনায় বিরোধীদের বৈঠকে থাকা এনসিপি নেতা প্রফুল প্যাটেল এবার কাল এনডিএ-র বৈঠকে থাকবেন।

তবে এনডিএ বেশীরভাগ সহযোগীরাই ছোট দল। বিজেপির আসল পরীক্ষা হল শিরোমণি অকালি দলকে জোটে আনা। দক্ষিণ ভারত থেকে বড় কোনও দলকে এনডিএ বৈঠকে পাচ্ছ না বিজেপি। যদিও অন্ধপ্রদেশের শাসক জগনমোহন রেড্ডি ওয়াই এস আর কংগ্রেস ও চন্দ্রবাবু নাইডুর টিডিপি বিজেপির পাশেই আছে। তেলঙ্গনায় কেসিআর বিজেপির বিরুদ্ধে সুর অনেকটাই নরম করেছে। তবে তারা সারসরি এনডিএ-র বৈঠকে থাকছে না। ে না বিজেপি। তবে অন্ধ্রপ