Photo Credits: ANI

দিল্লির প্রশাসনিক ক্ষমতা ইস্যুতে কংগ্রেসের সমর্থন আদায় করতে পেরেছে আম আদমি পার্টি। বেঙ্গালুরুতে কংগ্রেসের ডাকা বিরোধী জোটের বৈঠকে উপস্থিতিতে আর বাধা রইল না আপ-এর। আপের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা ঘোষণা করলেন, পটনার পর বেঙ্গালুরুতেও বিরোধীদের জোট বৈঠকে উপস্থিত থাকবে আম আদমি পার্টি। কংগ্রেসের ডাকা হওয়ায় বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে আপ-এর যোগদান নিয়ে বড় অনিশ্চয়তা ছিল। কারণ কংগ্রেস কিছুতেই দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে আপ-কে সমর্থন জানাচ্ছিল না।

উল্টে দিল্লি কংগ্রেস নেতারা কেজরি সরকারকে আক্রমণ করেছিলেন। তাতে হাত, ঝাড়ুর সম্পর্ক আরও খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু বেঙ্গালুরুতে জোট বৈঠকের আগে কংগ্রেস থেকে ঘোষণা করা হয় কেন্দ্রের অধ্য়াদেশের তারা তীব্র বিরোধিতা করছে।

দেখুন টুইট

এদিকে, পটনার মত বেঙ্গালুরুর বিরোধী জোট বৈঠকে থাকছে তৃণমূল কংগ্রেস, শিবসেনা (উদ্ধভ ঠাকরে), এনসিপি (শরদ পাওয়ার), জেডি (ইউ), আরজেডি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ন্যাশানাল কনফারেন্স, পিডিপি, ডিএমকে, বাম দলগুলি। তবে এবারও থাকছে না কেসিআর-এর বিআরএস, মায়াবতীর বিএসপি, চন্দ্রবাবু নায়ডুর তেলেগু দেশম। সেদিনই আবার দিল্লিতে বিজেপি সবাপতি জেপি নাড্ডার ডাকে এনডিএ-র বৈঠক।