NABARD: দেশের প্রথম সোশ্যাল ইম্প্যাক্ট বন্ড উপলব্ধ করল নাবার্ড

দেশের প্রথম সোশ্যাল ইম্প্যাক্ট বন্ড শেয়ার বাজারে উপলব্ধ করল নাবার্ড। বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)-তে লিস্টিং হওয়া এই বন্ডের মূল্য ১০০০ কোটি টাকার বেশি।

খবর Naikun Nessa|
NABARD: দেশের প্রথম সোশ্যাল ইম্প্যাক্ট বন্ড উপলব্ধ করল নাবার্ড
NABARD lists first social impact bond (Photo Credit: ANI)

মুম্বই: দেশের প্রথম সোশ্যাল ইম্প্যাক্ট বন্ড শেয়ার বাজারে উপলব্ধ করল নাবার্ড। বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)-তে লিস্টিং হওয়া এই বন্ডের মূল্য ১০০০ কোটি টাকার বেশি। ন্যাশনাল ব্যাঙ্ক ফর রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড)-এর চেয়ারম্যান শাজি কেভি শুক্রবার বিএসআই-তে হওয়া এই লিস্টিং প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ১০৪০ কোটি টাকা মূল্যের বিড গ্রহণ করা হয়েছে, যার কুপন দর হলো ৭.৬৩ শতাংশ।

সোশ্যাল ইম্প্যাক্ট বন্ড বা এসআইবি শেয়ার বাজারে নামানো বা উপলব্ধ করার উদ্যোগ ভারতে এই প্রথম। সোশ্যাল বন্ড হলো এক ধরনের ফিক্সড-ইনকাম সিকিউরিটিজ। এর উদ্দেশ্য হলো, সোশ্যাল ইম্প্যাক্ট প্রোজেক্ট অর্থাৎ সমাজে প্রভাব পড়ে এমন ধরনের নতুন ও বিদ্যমান প্রকল্পকে অর্থ যোগানো কিংবা নতুন করা অর্থ যোগানো। বিশেষত স্বল্প-আয় গোষ্ঠী, বেকার ও দুর্বল শ্রেণির লোকজনকে আর্থিক সাহায্য করার জন্য এই উদ্যোগ।

মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ব্রিটিশ যুক্তরাজ্য ও ইউরোপে এসআইবি আগে থেকেই চালু আছে। দক্ষিণ এশিয়ার দেশ ভারতে এই প্রথমবার এমন ধরনের উদ্যোগ। শেয়ার বাজারে সোশ্যাল ইম্প্যাক্ট বন্ড লিস্টিং হওয়ার বেসরকারি বিনিয়োগকারীরা আগামী দিনে এতে লগ্নি করতে পারবেন। সেই উদ্দেশ্যেই এই উদ্যোদ নেওয়া হয়েছে।

দেখুন

শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change
শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change