
মুম্বই: দেশের প্রথম সোশ্যাল ইম্প্যাক্ট বন্ড শেয়ার বাজারে উপলব্ধ করল নাবার্ড। বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)-তে লিস্টিং হওয়া এই বন্ডের মূল্য ১০০০ কোটি টাকার বেশি। ন্যাশনাল ব্যাঙ্ক ফর রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড)-এর চেয়ারম্যান শাজি কেভি শুক্রবার বিএসআই-তে হওয়া এই লিস্টিং প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ১০৪০ কোটি টাকা মূল্যের বিড গ্রহণ করা হয়েছে, যার কুপন দর হলো ৭.৬৩ শতাংশ।
সোশ্যাল ইম্প্যাক্ট বন্ড বা এসআইবি শেয়ার বাজারে নামানো বা উপলব্ধ করার উদ্যোগ ভারতে এই প্রথম। সোশ্যাল বন্ড হলো এক ধরনের ফিক্সড-ইনকাম সিকিউরিটিজ। এর উদ্দেশ্য হলো, সোশ্যাল ইম্প্যাক্ট প্রোজেক্ট অর্থাৎ সমাজে প্রভাব পড়ে এমন ধরনের নতুন ও বিদ্যমান প্রকল্পকে অর্থ যোগানো কিংবা নতুন করা অর্থ যোগানো। বিশেষত স্বল্প-আয় গোষ্ঠী, বেকার ও দুর্বল শ্রেণির লোকজনকে আর্থিক সাহায্য করার জন্য এই উদ্যোগ।
মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ব্রিটিশ যুক্তরাজ্য ও ইউরোপে এসআইবি আগে থেকেই চালু আছে। দক্ষিণ এশিয়ার দেশ ভারতে এই প্রথমবার এমন ধরনের উদ্যোগ। শেয়ার বাজারে সোশ্যাল ইম্প্যাক্ট বন্ড লিস্টিং হওয়ার বেসরকারি বিনিয়োগকারীরা আগামী দিনে এতে লগ্নি করতে পারবেন। সেই উদ্দেশ্যেই এই উদ্যোদ নেওয়া হয়েছে।
দেখুন
NABARD lists first social impact bond
Read @ANI Story | https://t.co/4MyFqzGdWe#NABARD #bond #BSE #Mumbai pic.twitter.com/oD4um8Zuop
— ANI Digital (@ani_digital) September 29, 2023
NABARD: দেশের প্রথম সোশ্যাল ইম্প্যাক্ট বন্ড উপলব্ধ করল নাবার্ড
দেশের প্রথম সোশ্যাল ইম্প্যাক্ট বন্ড শেয়ার বাজারে উপলব্ধ করল নাবার্ড। বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)-তে লিস্টিং হওয়া এই বন্ডের মূল্য ১০০০ কোটি টাকার বেশি।
মুম্বই: দেশের প্রথম সোশ্যাল ইম্প্যাক্ট বন্ড শেয়ার বাজারে উপলব্ধ করল নাবার্ড। বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)-তে লিস্টিং হওয়া এই বন্ডের মূল্য ১০০০ কোটি টাকার বেশি। ন্যাশনাল ব্যাঙ্ক ফর রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড)-এর চেয়ারম্যান শাজি কেভি শুক্রবার বিএসআই-তে হওয়া এই লিস্টিং প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ১০৪০ কোটি টাকা মূল্যের বিড গ্রহণ করা হয়েছে, যার কুপন দর হলো ৭.৬৩ শতাংশ।
সোশ্যাল ইম্প্যাক্ট বন্ড বা এসআইবি শেয়ার বাজারে নামানো বা উপলব্ধ করার উদ্যোগ ভারতে এই প্রথম। সোশ্যাল বন্ড হলো এক ধরনের ফিক্সড-ইনকাম সিকিউরিটিজ। এর উদ্দেশ্য হলো, সোশ্যাল ইম্প্যাক্ট প্রোজেক্ট অর্থাৎ সমাজে প্রভাব পড়ে এমন ধরনের নতুন ও বিদ্যমান প্রকল্পকে অর্থ যোগানো কিংবা নতুন করা অর্থ যোগানো। বিশেষত স্বল্প-আয় গোষ্ঠী, বেকার ও দুর্বল শ্রেণির লোকজনকে আর্থিক সাহায্য করার জন্য এই উদ্যোগ।
মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ব্রিটিশ যুক্তরাজ্য ও ইউরোপে এসআইবি আগে থেকেই চালু আছে। দক্ষিণ এশিয়ার দেশ ভারতে এই প্রথমবার এমন ধরনের উদ্যোগ। শেয়ার বাজারে সোশ্যাল ইম্প্যাক্ট বন্ড লিস্টিং হওয়ার বেসরকারি বিনিয়োগকারীরা আগামী দিনে এতে লগ্নি করতে পারবেন। সেই উদ্দেশ্যেই এই উদ্যোদ নেওয়া হয়েছে।
দেখুন
Salman Khan: পাঞ্জাবি গায়কের কানাডার বাড়িতে গুলি বিষ্ণোই গ্যাংয়ের, সলমনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন
Hardik Pandya: মুম্বই ইন্ডিয়ন্সের জার্সিতে হার্দিক পান্ডিয়া
Hardik Pandya GT: জল্পনা উড়িয়ে হার্দিক পান্ডিয়াকে ধরে রাখল গুজরাট, মুম্বইকে কি প্রতীক্ষায় রাখল টাইটান্স
Mamata Banerjee: মাঠে উপস্থিত পাপীর জন্য বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার,বিতর্কিত মন্তব্য মমতা ব্যানার্জীর
Mobile Game Addiction: অনলাইন গেমের নেশায় বুঁদ, বাবা ফোন কেড়ে নিতেই গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ল ছেলে
Bandra-Worli Sea Link Accident: মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কে এসইউভির ধাক্কায় মৃত ৩, আহত ৬