কানপুর, ৯ জানুয়ারিঃ বিগত কয়েক দিনে তাপমাত্রা আচমকা পড়ে যাওয়া মানুষের মৃত্যু বিপুল পরিমাণে ডেকে আনছে। কনকনে ঠাণ্ডায় ঘর থেকে বাইরে বের হওয়া যেন দায় হয়ে উঠেছে। রাজধানী সহ একাধিক রাজ্য শৈত প্রবাহের জেরে আগামী কিছুদিন স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে। মাত্রাতিরিক্ত ঠাণ্ডায় উত্তরপ্রদেশের কানপুরে (Uttra Pradesh Kanpur) গত ১ সপ্তাহে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০০ জনের (Heart Attack in Cold Wave)। অতিরিক্ত শৈত প্রবাহের জেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাপিয়ে যাচ্ছে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। উত্তরপ্রদেশের কানপুরে ধরা পড়ল এক বিরল প্রজাতির শকুন, তুলে দেওয়া হল বনবিভাগের হাতে (দেখুন ভিডিও)
বিগত ৫ দিনে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরে (Kanpur) হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে ৯৮ জনের। যাদের মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসা চলাকালীন (Heart Attack in Cold Wave)। বাকি ৫৪ জন চিকিৎসা শুরু হওয়ার আগেই মারা গিয়েছেন। কানপুরের এক কার্ডিয়োলজি সংস্থা থেকে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। উত্তরপ্রদেশে গাড়ির চাকার তলায় পড়ুয়া, দেখুন
ওই সংস্থা থেকে প্রকাশিত রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, বিগত কয়েক সপ্তাহে কানপুরের হাসপাতাল গুলোর ইমার্জেন্সি বিভাগে ৭২৩ জন হার্টের রোগীকে স্থনান্তরিত করতে হয়েছে। গত ২৪ ঘণ্টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জন রোগীর।
কানপুরের হাসপাতালের এই সাংঘাতিক রিপোর্ট ভয় ধরাচ্ছে মানুষের মধ্যে। এক চিকিৎসকের কথায়, ‘অতিরক্ত ঠাণ্ডায় কেবল যে বয়স্ক মানুষের মধ্যে হৃদরোগের প্রবণতা বেড়েছে এমনটা কিন্তু নয়। বিগত কয়েক দিনে কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকল বয়সের রোগীই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন’। তাই বয়স নির্বিশেষে প্রত্যেকের কাছেই চিকিৎসকরা এই মাত্রাতিরিক্ত ঠাণ্ডায় উপযুক্ত গরম কাপড় পরার অনুরোধ করছেন। সেই সঙ্গে খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে না যাওয়ার আহ্বানও জানিয়েছেন।