৭ মে,২০১৯: এযাবত প্রাচীণ মানুষের যেকটি পায়ের ছাপ পাওয়া গিয়েছে তার মধ্যে এটি প্রাচীণতম (Oldest)। প্রত্নতত্ববিদদের দাবি প্রায় ১৫,০০০ বছর আগের প্রাচীণ এই পায়ের ছাপ। চিলি থেকে উদ্ধার হয়েছে এই পায়ের ছাপ। আর তাতেই ধন্ধ বেড়েছে প্রত্নতত্ববিদদে। কারণ এতোদিন পর্যন্ত ১২,০০০ বছর আগে দক্ষিণ আফ্রিকা (South Africa)মহাদেশে মানু্ষের অস্তিত্ব ছিল না বলে মনে করতেন তাঁরা। সেই তথ্যকে চ্যালেঞ্চের মুখে দাঁড় করিয়েছে সাম্প্রতিক এই অনুসন্ধান।
এর আগে ২০১০ সালে চিলির (Chili) ওসোর্নো থেকে এই পায়ের ছাপটি পেয়েছিলেন প্রত্মতত্ববিদ্রা। সেটির বয়স জানতে প্রায় পাঁচ বছর কাটিয়ে দেন তাঁরা। এর আগে ১৯৭৮ সালে তানজানিয়েয় যে প্রাচীণ মানুষের(Human) পায়ে ছাপ উদ্ধার হয়েছিল তার বয়স ১২,০০০ বছর ছিল। সেই থেকেই বিজ্ঞানীদের অনুমান ছিল দক্ষিণ আফ্রিকায় প্রাচীণ মাণুষের অস্তিত্ব ছিল না। তার পরে ব্রিটিশ কলম্বিয়াতে যে পায়ের ছাপটি পাওয়া গিয়েছিল সেটির বয়স ছিল ১৩,০০০ বছর প্রাচীণ। সেকারণে মনে করা হচ্ছে এটাই প্রাচীণতম মানুষের পায়ের ছাপ।