শ্রীনগর: বিবাহিত হোক বা অবিবাহিত, অবাঞ্চিত ভ্রুণের (unwanted fetus) গর্ভপাতের অধিকার (medical termination) রয়েছে যে কোনও মহিলার। সম্প্রতি একটি মামলার রায় দিতে গিয়ে এই নির্দেশই দিল জম্মু, কাশ্মীর ও লাদাখের হাইকোর্ট (Jammu & Kashmir and Ladakh High Court)। ওই মামলায় ধর্ষিতা (raped) এক নাবালিকার (minor girl) গর্ভে থাকা ৩০ সপ্তাহের একটি ভ্রুণের গর্ভপাতের অনুমতি দেওয়া হয়।
নির্যাতিতা ওই নাবালিকা তার বাবার মাধ্যমে অবাঞ্চিত ওই ভ্রুণের গর্ভপাতের অনুমতি চেয়ে আবেদন জানিয়ে ছিল হাইকোর্টে। তার ভিত্তিতে অনুমোদন দেন বিচারপতি সঞ্জয় দার।
২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি মেয়েটির বাবা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তাতে অভিযোগ করা হয়েছিল, অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি তাঁর ১১ বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে। এর ফলে গর্ভবতী হয়ে পড়েছে তাঁর মেয়ে। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩,৩৭৬ ও ৫০৬ এবং পকসো আইনের ৪ নম্বর ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ।
এরপরই উচ্চ আদালতে মেয়েটির গর্ভপাতের আবেদন জানানো হয়। আবেদনটি খতিয়ে দেখে বিচারপতি জানান, ১১ বছরের ওই নাবালিকা ক্লাস ফোরের ছাত্রী। এই অবস্থায় সে যদি সন্তানের মা হয়ে যায় তাহলে তার ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকারে চলে যাবে। তাই নিয়ম অনুযায়ী ২৪ সপ্তাহের পর গর্ভপাতের অনুমতি না দেওয়া হলেও এক্ষেত্রে বিষয়টি ব্যতিক্রমী। তাই মেয়েটির স্বার্থে গর্ভপাতের অনুমতি দেওয়া হল। আরও পড়ুন: Karnataka Shocker: বাসের মধ্যে যুবতীর শরীরে রং দেওয়ার জের! যুবককে অপহরণের পর নগ্ন করে মারধর কর্নাটকে
Read Here: https://t.co/5BtwRmpfK9 pic.twitter.com/a33hULvxB9
— Live Law (@LiveLawIndia) March 22, 2023