নয়াদিল্লি: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের (COVID-19 Cases) প্রকোপ বৃদ্ধির কারণে বিদেশ থেকে আসা যাত্রীদের (International Arrivals) জন্য নয়া নির্দেশিকা (India Travel Rules) জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন মন্ত্রক (Ministry of Health & Family Welfare)।
মন্ত্রক সূত্রে জানা গেছে, বিদেশ থেকে আসা যাত্রীদের (international travelers) বিমানবন্দর (airports), সমুদ্রবন্দর (seaports) ও স্থল সীমান্ত (land borders) দিয়ে প্রবেশ করার সময় কোভিড প্রটোকল (Covid protocol) মেনে ভারতে প্রবেশ করানো হবে। আগামী ২৪ ডিসেম্বর থেকে মানা হবে এই নিয়ম। দেখে নেওয়া হবে যাত্রীটি যে দেশ থেকে আসছেন সেখান থেকে তিনি কোভিডের জন্য নির্দিষ্ট ভ্যাকসিন নিয়েছেন কিনা। মাস্কের ব্যবহার ও শারীরিক দূরত্বের নিয়ম মানা হচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখা হবে।
যদি কোনও যাত্রীর যাত্রার সময় কোভিডের উপসর্গ দেখে যায় তাহলে তাঁকে প্রটোকল মেনে আইসোলেশনে পাঠানো হবে। আরও পড়ুন: Nasal Vaccine: স্বস্তি, সামনের সপ্তাহ থেকেই সূচের যন্ত্রণার বদলে নাক দিয়ে নিতে পারবেন ভ্যাকসিন
Covid19 | MoCA to ensure 2% of the total passengers in a flight undergo Covid tests at the airport on arrival; Such passengers to be identified by the airline, will be allowed to leave the airport after giving sample. Samples testing positive will be sent for genome sequencing. pic.twitter.com/umEB34Y6Ep
— ANI (@ANI) December 22, 2022
MoHFW issues guidelines for international arrivals in India amid current Covid19 situation; to be effective from 24th Dec
2% of the total passengers in a flight to undergo Covid tests at airport on arrival; such passengers will be allowed to leave the airport after giving sample pic.twitter.com/H3Xfy8b7CB
— ANI (@ANI) December 22, 2022