ফাইল ফোটো (Photo Credit: File Photo)

নয়াদিল্লি: চিনের মৃত্যু মিছিল ও বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনোর প্রকোপ বৃদ্ধি দেখেই আগে থেকে সতর্কতা ( pandemic test) অবলম্বন করছে কেন্দ্রীয় সরকার। এর মাঝেই কিছুটা স্বস্তির নিশ্বাস দিতে চলেছে ভারত বায়োটেকের (Bharat Biotech) প্রথম কোনও সূচবিহীন ভ্যাকসিন। যা সমস্ত ১৮ বছরের উর্দ্ধে থাকা মানুষ বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন বলে জানা গেছে সূত্রে।

হায়দরাবাদে অবস্থিত কোভ্যাকসিনের প্রস্তুতকারকরা আগামী সপ্তাহে কোউইনে (CoWin) এই নাক দিয়ে নেওয়া ভ্যাকসিনকে (Nasal Vaccine) সবার সামনে আত্মপ্রকাশ করাচ্ছেন।

২০২০ সালের সেপ্টেম্বরে ভারত বায়োটেক ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের সঙ্গে নাক দিয়ে দিয়ে নেওয়া যায় এমন করোনা ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে একটি লাইসেন্সিং চুক্তি সই করে। আরও পড়ুন: COVID 19 Alert In Taj Mahal: করোনা পরীক্ষা ছাড়া তাজমহলে প্রবেশ নয়, স্পষ্ট নির্দেশ

গত বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠানটি এই ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরুর অনুমতি চেয়ে  ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছিল।

নাসাল ভ্যাকসিন নাকের ভেতর স্প্রে করা হবে এবং শ্বাসের মাধ্যমে সেটি ভেতরে টেনে নেবেন ভ্যাকসিন ব্যবহারকারী ব্যক্তি। আরও পড়ুন: সঙ্গমে অনুমতি দেওয়ার বয়সসীমা ১৮-এর নিচে করার পরিকল্পনা নেই, জানাল কেন্দ্র

প্রথমদিকে যে ভ্যাকসিনগুলো উদ্ভাবন করা হয়েছিল সেগুলো ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে পুশ করা হত। তাছাড়া শিশুদের জন্য মুখে খাওয়ানোর ভ্যাকসিনও ছিল।