নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর: রবিবার সারাদিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন (Coronavirus Cases In India) ৮৬ হাজার ৯৬০ জন। সঙ্গে সঙ্গেই ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছালো ৫৪ লাখ ৮৭ হাজার ৫৮০-তে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১ হাজার ১৩০ জন। সবমিলিয়ে ভারতের করোনার মৃত্যু মিছিলে শামিল ৮৭ হাজার ৮৮২ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১০ লাখ ৩ হাজার ২৯৯। রবিবার দিন এই সংখ্যাটিই ছিল ১০ লাখ ১০ হাজার ৮২৪। একদিনের ব্যবধানে অ্যাক্টিভ কেস ৭ হাজার ৫২৫টি কমেছে। তবে বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা করোনা বিধ্বস্ত ভারতের একটি ইতিবাচক দিক হল, গত ২৪ ঘণ্টায় ৯৩ হাজার ৩৫৬ জন রোগী করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন।
সোমবার সকাল পর্যন্ত দেশে করোনাজয়ীর সংখ্যা ৪৩ লাখ ৯৬ হাজার ৩৯৯। ওয়ার্ল্ডো মিটারের রিপোর্ট অনুসারে বিশ্বের করোনা আক্রান্তের নিরিখে ভারত ১৯ শতাংশ সুস্থতায় রয়েছে। মহারাষ্ট্র করোনা বিধ্বস্ততায় ধারাবাহিকতা বজায় রেখেছে। সেখানে মোট কোভিড রোগীর সংখ্যা ১২ লাখ ৮ হাজার ৬৪২। মৃত্যু মিছিলে শামিল ৩২ হাজার ৬৭১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৮৪ হাজার ৩৪১ জন। মহারাষ্ট্রের পরেই করোনাভাইরাসের ভয়াবহতায় ত্রস্ত অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ। এদিকে ভারত যখন বিশ্বে ১৯ শতাংশ করোনা সুস্থতায় অবস্থান করছে। আমেরিকা তখন ১৮.৭০ শতাংশ সুস্থতায় রয়েছে। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনাকে হারিয়ে সুস্থতার হার ১৬.৯০ শতাংশ। আরও পড়ুন-Taj Mahal Reopens: করোনার কাঁটায় ৬ মাস বন্ধ থাকার পর সোমবার পর্যটকদের জন্য খুলল তাজমহলের দরজা
একই ভাবে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা। বিশ্বে করোনাকে সুস্থতার নিরিখে চার শতাংসে রয়েছে রাশিয়া। অন্যদিকে ২.৬ শতাংশে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বের মোট করোনা আক্রান্ত ৩১ মিলিয়ন ছুঁই ছুঁই। সেখানে মৃতের সংখ্যা ৯ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। সোমবার সকালের জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট বলছে, বিশ্বে মোট করোনা আক্রান্ত ৩ কোটি ৯১ লাখ ৮ হাজার ২৬৯ জন। মৃত্যু মিছিলে শামিল ৯ লাখ ৫৯ হাজার ৩৩২ জন। বিশ্বে করোনার থাবায় সবথেকে বিধ্বস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্ত ৬৭ লাখ ৯৯ হাজার ৪৪ জন। মৃতের সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৪৭৪ জন। ৫৪ লাখ ২০ জন আক্রান্তকে নিয়ে বিশ্বে দ্বিতীয় করোনা বিধ্বস্ত দেশ ভারত। দেশে কোভিডে মৃত ৮৬ হাজার ৭৫২ জন। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট করোনা আক্রান্ত ৪৫ লাখ ৪৪ হাজার ৬২৯ জন। সেখানে মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৩৬ হাজার ৮৯৫ জন।