Government To Amend Essential Commodities Act: কৃষককে ফসলের ভালো দাম দিতে অত্যাবশকীয় পণ্য আইন সংশোধনী আনবে সরকার: অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
নির্মলা সীতারমন File Image | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৫ মে: 'আত্মনির্ভর ভারত অভিযানের' ২০ লাখ কোটির আর্থিক প্যাকেজের বিবরণ দিতে আজ তৃতীয় দফায় সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman)। সেখানেই কৃষিক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নে ১ লাখ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন অর্থমন্ত্রী। এছাড়া আজ তাঁর অন্যতম প্রধান ঘোষণাটি ছিল অত্যাবশকীয় পণ্য আইনের (Essential Commodities Act ) সংশোধন। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে এই সংশোধন কৃষকদের জন্য আরও ভালো দাম পাওয়া নিশ্চিত করবে। এছাড়াও এর অধীনে আলু, ডাল, পেঁয়াজ, শস্য, ভোজ্যতেল, তেলবীজ নিয়ন্ত্রণহীন করা হবে। এর জন্য আন্তঃরাজ্য পরিবহনের ক্ষেত্রে কোনও বাধা থাকবে না। কৃষকরা নিজেদের পণ্য দেশের যেকোনও জায়গায় বিক্রি করতে পারবেন।

অর্থমন্ত্রী বলেন, "এতে কৃষকদের আয় বাড়ার সম্ভাবনা থাকবে। জরুরি পরিস্থিতি ছাড়া ঊর্ধ্বসীমা কার্যকর করা হবে না। বাধ্য হয়ে যাতে কম দামে ফসল বিক্রি না করতে হয়, তার জন্যই এই ব্যবস্থা।" অর্থমন্ত্রী বলেন, "শুধুমাত্র লাইসেন্সধারী এজেন্টদের কাছেই ফসল বিক্রি করতে হবে, এই গণ্ডি রাখা হবে না কৃষক তাঁর ফসল যেখানে খুশি বিক্রি করতে পারেন। আন্তঃরাজ্য বিক্রিতেও অনুমতি দেওয়া হবে এই সংস্কারের ফলে কৃষকরা আরও শক্তিশালী হবেন।" আরও পড়ুন: Rahul Gandhi: 'ওদের আর্তনাদ সরকারের কাছে পৌঁছে দেব, ওদের সাহায্য করার আপ্রাণ চেষ্টা করব', পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে হৃদয়বিহ্বল ভিডিও শেয়ার করলেন রাহুল গান্ধী

এছাড়াও ফসল কাটার সময় থেকেই কৃষকরা অনিশ্চয়তায় ভোগেন সেটা দূর করতে আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বলেন, "উৎপাদন থেকে ফসল কেটে বিক্রি করা পর্যন্ত কৃষকদের নিশ্চয়তা দেওয়া হবে। তার জন্য আইন আনবে সরকার। কৃষকরা যাতে সঠিক মূল্যে পণ্য বিক্রি করতে পারেন, অন্য রাজ্যে ফসল বিক্রি করতে যেতে পারেন তার জন্য আইন প্রণয়ন করা হবে। ই ট্রেডিংয়ের জন্য পরিকাঠামো তৈরি হবে।"