দিল্লি, ১৫ জুন: যত দিন গড়াচ্ছে, তত কি মারাত্মক হয়ে উঠছে করোনা (Corona) ভাইরাস? ডেল্টা প্রজাতির পর এবার ডেল্টা প্লাসের সন্ধান মেলায় উদ্বিগ্ন চিকিৎসকরা। নীতি আয়োগের ডক্টর ভি কে পাল মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে করোনার এই নতুন প্রজাতির সংক্রমণের ক্ষমতা কতটা, সে বিষয়ে মন্তব্য করেন।
ডক্টর ভি কে পাল বলেন, করোনা দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ি এই ভাইরাসের ডেল্টা (Delta) প্রজাতি। মিউটেশন ঘটিয়ে বর্তমানে এই প্রজাতি থেকে ডেল্টা প্লাসের (Delta Plus) উৎপত্তি হয়েছে। যা বেশ ভয়ঙ্কর। তবে ভারতে এখনই এই প্রজাতিকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই। চলতি বছর মার্চ মাস থেকে ইউরোপে (Europe) এই প্রজাতির দেখা মেলে। ১৩ জুন থেকে বিভিন্ন জায়গায় এই ডেল্টা প্লাস প্রজাতির দেখা মিলছে বলে জানান ভি কে পাল।
This (Delta Plus) is a variant of interest. It has not yet been classified as a variant of concern. As per data available in public domain, this variant nullifies the use of monoclonal antibody. We will study & learn more about this variant: Dr VK Paul, Member-Health, Niti Aayog pic.twitter.com/0DebmVwzLr
— ANI (@ANI) June 15, 2021
Delta variant played major role in 2nd wave. An additional mutation of this variant, known as Delta Plus, has been detected & submitted to global data system. It has been seen in Europe since March & was brought into public domain on June 13: Dr VK Paul, Member-Health, Niti Aayog pic.twitter.com/RrTwr0cxy0
— ANI (@ANI) June 15, 2021
তবে ডেল্টা প্লাসকে নিয়ে এখনই চিন্তার তেমন কোনও কারণ নেই। করোনার এই প্রজাতি নিয়ে গবেষকরা পরীক্ষা নীরিক্ষা করছেন। এই প্রজাতিকে নিয়ে তেমনভাবে চিন্তার কোনও কারণ এখনই নেই বলে স্পষ্ট জানান ভি কে পাল।