নতুন দিল্লি, ১৮ নভেম্বর: ৩৮ হাজার ৬১৭ জন নতুন করোনা আক্রান্তকে নিয়ে ভারতে সংক্রামিতর সংখ্যা (Coronavirus Cases In India) ছাড়ালো ৮৯.১২ লাখ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৮৯ লাখ ১২ হাজার ৯০৮। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৪৭৪ জন। এখনও পর্যন্ত ভারতে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৩০ হাজার ৯৯৩ জন। মোট অ্যাকটিভ কেস ৪ লাখ ৪৬ হাজার ৮০৫। ২৪ ঘণ্টায় ৬ হাজার ৫৯৬টি অ্যাকটিভ কেস কমেছে। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮৩ লাখ ৩৫ হাজার ১১০ জন। গতকাল সারাদিনে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৪ হাজার ৭৩৯ জন।
বিশ্বজুড়ে ৫.৫২ কোটি জনতা করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ১৩.৩১ লাখেরও বেশি। মঙ্গলবার ইউরোপ মহাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ মিলিয়ন ছাড়িয়েছে। শীর্ষস্থানীয় গ্লোবাল ট্র্যাকারদের তালিকা অনুসারে মঙ্গলবারই ইউরোপের কোভিড সংক্রমণ ১৫ মিলিয়ন ছাড়িয়ে গেল। উত্তর গোলার্দের এই মহাদেশটিতে গত মে মাসেই সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ১.৫ মিলিয়ন। এর সঙ্গে গত ৬ মাসে আরও ১০ গুণ সংক্রমণ বেড়েছে। ইউরোপে ফের হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ (Second Wave of Pandemic) হিসেবে বর্ণনা করেছেন। এই মারণ ভাইরাসকে গোটা মহাদেশে নিয়ন্ত্রণে আনা গিয়েছিল, কিন্তু শীত পড়তে না পড়তেই শুরু হল সেকেন্ড ওয়েভ। চলতি মাসের গোড়া পর্যন্ত শুষ্ক আবহাওয়া ও দেশবাসীর লাগামছাড়া ভ্রমণ পরিকল্পনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ শুরুতে ইন্ধন জুগিয়েছে। তবে এবার দেশের পূর্বাংশের তুলনায় অনেক বেশি সংক্রমণ ছড়িয়েছে পশ্চিম ও মধ্য ইউরোপে। আও পড়ন-Alokranjan Dasgupta: ৮৭-তে থামল কলম, জীবন থেকে বিরতি নিলেন কবি অলোকরঞ্জন দাশগুপ্ত
With 38,617 new #COVID19 infections, India's total cases rise to 89,12,908. With 474 new deaths, toll mounts to 1,30,993
Total active cases at 4,46,805 after a decrease of 6,596 in the last 24 hrs
Total discharged cases at 83,35,110 with 44,739 new discharges in last 24 hrs pic.twitter.com/YJqMCnFbCJ
— ANI (@ANI) November 18, 2020
তুলনামূলক ভাবে নরডিক দেশগুলিতে সংক্রমণ তেমন প্রভাব ফেলতে পারেনি কারণ সেখানে জনঘনত্বই কম। করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কায় একেবারে কাতর হয়ে পড়েছে ফ্রান্স। সেখানে সংক্রামিতর সংখ্যা ছাড়িয়েছে ১.৯ মিলিয়ন। ওই দেশে মৃতের সংখ্যা ৪৫ হাজারেরও বেশি। স্পেনে যখন সংক্রমণ ১.৫৩ মিলিয়ন ছুঁয়েছে। তখন ইংল্যান্ডে সংক্রামিত ১.৩৯ মিলিয়ন। অন্যদিকে ইতালিতে মোট সংক্রামিত ১.২৩ মিলিয়ন। জার্মানিতে ৮ লাখ ২৮ হাজার সংক্রামিতর সন্ধান মিলেছে। পোল্যান্ডে সংক্রামিত ৭ লাখ ৫২ হাজার ৯৪০ জন। বেলজিয়ামে সংক্রামিত ৫ লাখ ৩৭ হাজার ৮৭১ জন। অন্যদিকে রোমানিয়াতে ৩ লাখ ৭৩ হাজার ৪৭৪ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু মিলেছে।