দিল্লি, ৯ অগাস্ট: এবার থেকে ভারত (India), বাংলাদেশ (Bangladesh) সীমান্তের উপর আরও বেশি করে নজরদারি চলবে। শেখ হাসিনা বাংলাদেশে ছেড়ে পলায়নের পর থেকে সে দেশের পরিস্থিতি ক্রমশ পালটাতে শুরু করে। ফলে এবার অস্থির বাংলাদেশের কোনও প্রভাব যাতে ভারতে না পড়ে, তার চেষ্টা শুরু করল কেন্দ্রীয় সরকার। বারত, বাংলাদেশের সীমান্তের উপর নজর রাখতে নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার এমনই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রিপোর্টে প্রকাশ, ভারত, বাংলাদেশে সীমান্তের উপর নজর রাখতে যে কমিটি গঠন করা হচ্ছে,সেখানকার সদস্যরা বাংলাদেশে থাকা ভারতীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখবেন। তাঁরাই বাংলাদেশে থাকা ভারতীয়, হিন্দু-সহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নজর রাখবেন। তাঁদের সুবিধা, অসুবিধার কথা জানবেন। ভারত, বাংলাদেশ সীমান্তের উপর নজরদারির জন্য গঠিত কমিটি এমন কাজই করবে বলে জানানো হয় অমিত শাহের তরফে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নব গঠিত কমিটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য দেন অমিত শাহ (Amit Shah)।
প্রসঙ্গত শেখ হাসিনা (Sheikh Hasina) বাংলাদেশ ছাড়ার পর ভারতের পড়শি দেশের পরিস্থিতি যখন দ্রুত বদলাচ্ছে,সেই সময় ১২০০ বন্দি পালিয়ে যায়। বাংলাদেশের জেল থেকে যে ১২০০ বন্দি পালায়, তাদের মধ্যে জঙ্গিও রয়েছে। জেল থেকে পালানো জঙ্গি বা অপরাধীরী যাতে সীমান্ত পার করে কোনওভাবে ভারতে প্রবেশ করতে না পারে, তার জন্য কড়া পাহারায় বিএসএফ।
জানা যাচ্ছে, ভারত, বাংলাদেশ সীমান্তের ৪,০৯৬ কিলোমিটার এলাকার মধ্যে যাঁরা বসবাস করেন, তাঁরা যেন অযথা কোথাও ঘোরাঘুরি না করেন। বিশেষ করে রাতে। এমনই জানানো হয়েছে বিএসএফের তরফে। পাশাপাশি সীমান্ত লাগোয়া অঞ্চলে যে সমস্ত দোকান রয়েছে, সেকগুলি সব রাত ৯টার মধ্যে বন্ধ করে দেওয়ার কথাও জানানো হয়েছে বলে খবর।
এদিকে বাংলাদেশের পরিস্থিতি কোনদিকে গড়াচ্ছে,সেদিকে নজর রয়েছে ভারতের। এমনই জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। পাশাপাশি বাংলাদেশের হিন্দু-সহ সংখ্যালঘুদের অবস্থা কী, সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানান জয়শঙ্কর।