অরবিন্দ কেজরিওয়াল (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১ মে: করোনা তাড়াতে সফল প্লাজমা থেরাপি (plasma therapy)। এর ব্যবহারে সুস্থ হয়েছেন প্রথম রোগী। গতকাল তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে সেকথাই বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ওই রোগীর শারীরক অবস্থার ক্রমশ অবনতি ঘটছিল। আইসিইউ-তে ছিলেন। তবে প্লাজমা থেরাপির ব্যবহারে সুস্থ হয়ে ওঠায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে রাজধানীতে যে ১১০০ জন করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছেন। প্লাজমা নেওয়ার জন্য তাঁদের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে। তবে কোভিড-১৯ আক্রান্তকে সুস্থ করতে বেশিরভাগই স্বেচ্ছায় প্লাজমা দিতে রাজি হয়েছেন। রাজধানীর এলএনজেপি হাসপাতালে প্লাজমা থেরাপির অনুমতি দিয়েছে কেন্দ্র। আরও পড়ুন- International Labour Day 2020: করোনার ভয়াবহতার মধ্যে শ্রমিকরা যেন নিরাপদে বাড়িতে ফিরতে পারে, টুইটে প্রার্থনা অখিলেশ যাদবের

মারণ রোগ করোনার মোকাবিলায় সমস্ত ধর্মের মানুষকেই এক সঙ্গে লড়াতে হবে। চলতি সপ্তাহের শুরুতে এই বিষয়ের উপরেই জোর দিয়েছিলেন কেজরিওয়াল। তাঁর আবেদন ছিল, করোনা আক্রান্ত রোগীর নিরাময়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ প্লাজমা দান করুন। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন, ধর্মভেদে রক্ত প্লাজমা-র কোনও বদল হয় না। করোনা আক্রান্ত রোগীর নিরাময়ে প্লাজমা থেরাপির ফলাফলের দিকে তাকিয়ে আছি। কোভিড-১৯ নিরাময়ে নিয়মিতভাবে এই পদ্ধতির ব্যবহারের অনুমতি চায় তাঁর সরকার।