বিপর্যয়ের অভিশাপ থেকে মুক্তি পেল ভোপালবাসী (ছবি:X)

নয়াদিল্লিঃ ইতিহাসের(History) এক বিষাক্ত অধ্যায়ের সমাপ্তি। ৪০ বছর পর ভোপাল(Bhopal) বিপর্যয় থেকে মুক্তি পেল ভোপালবাসী। এই ঘটনার জেরে ৪ দশক আগে ইউনিয়ন কার্বাইডের কারখানায় যে বিষাক্ত বর্জ্য রাখা হয়েছিল তা সরিয়ে নিয়ে যাওয়া হল। ১৯৮৪ সালে এই ইউনিয়ন কার্বাইডের কারখানা থেকে গ্যাস লিক করেও ভোপাল দুর্ঘটনা ঘটেছিল। এরপর সেই কারখানা বন্ধ হয়ে গেলেও, সেখানে রয়ে গিয়েছিল ৩৩৭ মেট্রিক টন বর্জ্য। এ বার সেই বিপুল পরিমাণ বর্জ্য সরিয়ে মধ্যপ্রদেশের পিথমপুরে নিয়ে যাওয়া হল।

ইউনিয়ন কার্বাইডের বিষাক্ত স্মৃতি থেকে মুক্তি পেল ভোপাল

মধ্যপ্রদেশের বর্জ্য নিষ্কাশন কেন্দ্রটি একমাত্র অত্যাধুনিক প্ল্যান্ট। সেখানেই এই বর্জ্য পোড়ানোর ব্যবস্থা করা হয়েছে। ১২টি লিক-প্রুফ এবং ফায়ার-প্রুফ বিশেষ কন্টেনারে করে ওই বিষাক্ত বর্জ্য ২৫০ কিলোমিটার পথ নিয়ে যাওয়া হয়েছে। গ্রিন করিডর করে এই বর্জ্য নিয়ে যাওয়া হয়। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা। বিষাক্ত বর্জ্যের কন্টেনারের সঙ্গে সঙ্গে ছুটছিল পুলিশ, অ্যাম্বুল্যান্স ও দমকলের গাড়ি। যাতে কোনও রাসায়নিক বিক্রিয়া না হয়, তার জন্য এইচডিপিই ব্যাগ ব্যবহার করা হয়। বিষাক্ত বর্জ্য সরানোর সময় ইউনিয়ন কার্বাইড কারখানার ২০০ মিটার এলাকা সম্পূর্ণ সিল করে দেওয়া হয়।

৪০ বছর পর বিপর্যয়ের অভিশাপ থেকে মুক্তি পেল ভোপালবাসী