আজ থেকে তিনদিনের সরকারি সফরে মরিশাস যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিসরি। কূটনীতিবিদদের মতে এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাগর ভিশন, আফ্রিকা ফরোয়ার্ড পলিসি এবং গ্লোবাল সাউথ নীতির সঙ্গে সঙ্গতি রেখে বিদেশ সচিবের এই মরিশাস যাত্রা বলে মনে করছেন তারা।
গত অক্টোবরে, যুক্তরাজ্য একটি ঐতিহাসিক চুক্তির অধীনে অর্ধ শতাব্দীরও বেশি সময় পর মরিশাসের কাছে চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব হস্তান্তরের সিদ্ধান্ত ঘোষণা করেছিল। মরিশাসের পূর্ববর্তী প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাউথের আমলে করা এই চুক্তির অধীনে, যুক্তরাজ্য চাগোস দ্বীপপুঞ্জের উপর সার্বভৌমত্ব ছেড়ে দেবে তবে বৃহত্তম দ্বীপ ডিয়েগো গার্সিয়ার ইউকে-মার্কিন সামরিক বিমানঘাঁটির উপর ৯৯ বছরের লিজ বজায় রাখবে। এই চুক্তি ঘোষণার পর ভারত একে স্বাগত জানিয়েছে।ভারত সরকারের বিদেশ মন্ত্রক সূত্রে বলা হয়েছে যে যুক্তরাজ্য এবং মরিশাসের মধ্যে চুক্তিকে দৃঢ় করার জন্য নয়াদিল্লি একটি "শান্ত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা" পালন করেছে।
Foreign Secretary #VikramMisri will be on a three-day official visit to #Mauritius from tomorrow.
The visit marks the first high-level bilateral engagement between 🇮🇳 and 🇲🇺 after the formation of the new government in Mauritius led by Prime Minister Navinchandra Ramgoolam. pic.twitter.com/5vBm0yd822
— All India Radio News (@airnewsalerts) December 19, 2024