যে কোনও সময় ভূভাগে আছড়ে পড়তে পারে সুপার টাইফুন হিন্নামনর (Hinnamnor)। যার জেরে জাপান (Japan) সহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভয়ঙ্কর বিপদ ঘনাতে পারে বলে আশঙ্কা। দক্ষিণ-পূর্ব চিন সাগরে ক্রমাগত শক্তি বৃদ্ধি করছে সুপার টাইফুন (Super Typhoon) হিন্নামনর। যা ভূভাগে আছড়ে পড়লে, তার ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হতে পারে, তা আন্দাজ করতে পারছেন না বিজ্ঞানীরা। সুপার টাইফুন হিন্নামনর এই মুহূর্তে জাপানের ওকিনাওয়ার দিকে এগোচ্ছে। জাপানের ওকিনাওয়া থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে হিন্নামনর। জাপানের পাশাপাশ পূর্ব চিন এবং পূর্ব তাইওয়ান উপকূলেও এই শক্তিশালী টাইফুন আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হিন্নামনরের প্রভাবে এই মুহূর্তে ৩১৩ কিলোমিটার বেগে হাওয়া বইতে শুরু করেছে। সেই সঙ্গে উত্তাল সমুদ্র। ১৩ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে। আগামী কয়েকদিন এই শক্তিশালী টাইফুনের প্রভাব জাপান, দক্ষিণ কোরিয়া, চিনের বেশ কিছু অংশ এবং তাইওয়ানে প্রভাব ফেলতে পারে বলে খবর।
To all my friends in Japan and South Korea keep yourselves safe hopefully the Super Typhoon won't be too bad, we will pray for all your safety #Lapillus
— LAPILLUS (@lapillusgallery) August 31, 2022
হিন্নামনরের প্রভাবে ওকিনাওয়ায় বিমান চলাচল বিপর্যস্ত হতে শুরু করেছে। জাপানের এই অঞ্চল থেকে বাতিল করা হচ্ছে একের পর এক বিমান। প্রসঙ্গত ২০২২ সালের সবচেয়ে শক্তিশালী টাইফুন এই হিন্নামনর। এমনই মনে করছেন আবহাওয়াবিদরা।