জোহানেসবার্গ: ১৫তম ব্রিকস সম্মেলনের (BRICS) মঞ্চ থেকে বিশ্বকে (world) শক্তিশালী (strengthen) করার আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ব্রিকস-আফ্রিকা আউটরিচ (BRICS-Africa Outreach) এবং ব্রিকস প্লাস ডায়লগে (BRICS Plus Dialogue) বক্তব্য রাখতে গিয়ে এই গোষ্ঠীর নতুন ৬টি সদস্য দেশকে স্বাগতও জানান তিনি। আরও পড়ুন: PM Modi And Xi Jinping: ব্রিকস সম্মেলনে মঞ্চে মোদির সঙ্গে কথা বলার চেষ্টা জিনপিংয়ের, ভিডিয়োতে দেখুন কী করলেন ভারতের প্রধানমন্ত্রী!
দেখুন ভিডিয়ো:
#WATCH | PM Narendra Modi at BRICS-Africa Outreach and BRICS Plus Dialogue
"I believe that BRICS nations and friendly nations present here can contribute to strengthening a multipolar world.." pic.twitter.com/SDgGeO2Wmi
— ANI (@ANI) August 24, 2023
বৃহস্পতিবার ব্রিকসের অন্তর্ভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সামনে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, "আমি বিশ্বাস করি যে এখানে উপস্থিত ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশ (BRICS nations) এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলি (friendly nations) একটি বহুমুখী বিশ্বকে (multi-polar world) শক্তিশালী করার ক্ষেত্রে অবদান রাখতে পারে। আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি। মহিলা-সহ প্রায় ৪,৪০০ জন ভারতীয় শান্তিরক্ষী (Indian peacekeepers) আফ্রিকায় শান্তি বজায় রাখতে কর্তব্যরত রয়েছেন। আমরা সন্ত্রাসবাদ (terrorism) ও জলদস্যুদের (piracy) বিরুদ্ধে লড়াইয়ে আফ্রিকার সঙ্গে কাজ করছি।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | PM Narendra Modi at BRICS-Africa Outreach and BRICS Plus Dialogue says, "...Around 4,400 Indian peacekeepers which also include women are deployed in Africa to restore peace. We are working with Africa in the fight against terrorism & piracy..." pic.twitter.com/gH4viklU7u
— ANI (@ANI) August 24, 2023
ভারতের সঙ্গে আফ্রিকার দৃঢ় সম্পর্কের কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, "আফ্রিকার সঙ্গে সম্পর্কের (relations) বিষয়ে খুবই গুরুত্ব দিয়েছে ভারত। আফ্রিকায় ১৬টি নতুন মিশন শুরু করেছি আমরা। আজ ভারত আফ্রিকার চতুর্থ বড় ব্যবসায়িক অংশীদার (fourth largest trade partner) ও পঞ্চম বৃহত্তম বিনিয়োগকারী (fifth largest investor)।" আরও পড়ুন: Chandrayaan-3 Landing On Moon: চন্দ্রযান ৩-এর সাফল্যে টাইমস স্কোয়ারে প্রবাসী ভারতীয়দের উদযাপন, কমলা হ্যারিস জানালেন শুভেচ্ছা (দেখুন ভিডিও)
দেখুন ভিডিয়ো:
#WATCH | PM Narendra Modi at BRICS-Africa Outreach and BRICS Plus Dialogue
"India has given high importance to relations with Africa. We have opened 16 new missions in Africa. Today, India is Africa's fourth largest trade partner and the fifth largest investor..." pic.twitter.com/sxe4mEhTNT
— ANI (@ANI) August 24, 2023