Durga Puja 2024. (Photo Credits: X)

কলকাতা, ২৯ সেপ্টেম্বর: আর মাত্র দিন তিনেক। তারপরই, বুধবার মহালয়া। মাতৃপক্ষের সূচনা। তার মানেই বুধবার থেকেই পুজোর আবহে ঢুকে পড়বে বাঙালী।  আগামী ররিবার তৃতীয়া। এখন আর ষষ্ঠীর অপেক্ষা থাকে না। মহালয়া থেকেই শুরু হয়ে যায় দুর্গাপুজোর ঢাক। শহরের বেশ কিছু প্যান্ডেলে উদ্বোধনও শুরু হয়। তারপর প্রথমা, দ্বিতীয়রা পর তৃতীয়া থেকেই ঠাকুর দেখার ভিড় পড়ে যায়। সারা বছর কলকাতা যেমনই থাকুক, পুজোর আবহে শহরটা কেমন যেন পাল্টে যায়। এবার শহরে পুজো স্পেশাল বিজ্ঞাপনের হোর্ডিং গত বছরগুলিকে টেক্কা দিয়েছে। গড়িয়াহাট সহ বেশ কিছু জায়গায় এলইডি স্ক্রিনের চমকপ্রদ বিজ্ঞাপন নজর কাড়ছে। আজ, রবিবার দুপুর থেকেই হাতিবাগান, শ্যামবাজার, ধর্মতলা, গড়িয়াহাট, বেহালায় পুজোর বাজের বেশ ভিড়।

কটা দিন বৃষ্টির পর এখন রোদ উঠেছে। একটু দেরিতে হলেও পুজোর বাজার জমে উঠেছে। ধর্মতলা, গড়িয়াহাট, বেহালার ফুটপাথে ভিড়ের চাপে মানুষদের রাস্তাতেও নেমে আসতে দেখা গেল। পুজোর আধুনিক সাজে সেজে ওঠা শপিং মলগুলোতেও ভিড় হচ্ছে। উইন্ডো শপিংয়ের বাইরে পুজোর সময়ই শপিং মলগুলোতে বেশী কেনাবেচা হয়। এবার সেটা হতে শুরু করেছে বলে সাউথ সিটি মলের দোকানদাররা বলছেন।

এদিকে, কলকাতার বড়পুজোগুলোর প্যান্ডেলের কাজ একেবারে শেষের দিক। এখন থেকে বেশ কিছু পুজোর রাস্তার আলো জ্বলছে। লেকটাউনের শ্রীভূমিতে এসে পড়েছে ঠাকুর। শ্রীভূমির আলো ক দিন আগে থেকেই পুজোর আবহ নিয়ে এসেছে। বালিগঞ্জ ফাঁড়ি, বালিগঞ্জ, গড়িয়াহাট, দেশপ্রিয় পার্কের পুজোগুলিতে প্যান্ডেলের কাজ এখন জোরকদমে চলছে। খিদিরপুরের সবচেয়ে বড় তিনটি পুজোয় প্রস্তুতির কাজ শেষের দিকে। বেহালায় একটু দেরিতে হলেও নামজাদা পুজোগুলো তৈরি হতে শুরু করেছে।

পুজোর আলোয় আলোকিত কলকাতা, লেকটাউনের শ্রীভূমির সামনে

বুধবার মূর্তিতে চক্ষুদানের আগে কুমারটুলিতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। অনেকেই ঠাকুর নিতে আসার আগে চূড়ান্ত কথা বলতে এসেছেন। অনেকে ক্লাবের প্রতিনিধি বা কমিটির লোকেরা এসেছেন ঠাকুর কতদূর তৈরি তার খোঁজ নিতে। প্রতিমা শিল্পীরা জানালেন, কেউ আর পঞ্চমী, ষষ্ঠীর অপেক্ষা করতে চান না। এখন মহালয়া থেকে তৃতীয়ার মধ্যে সবাই ঠাকুর প্যান্ডেলে নিয়ে যেতে চান। বৃষ্টির পর কলকাতার বেশ কিছু জায়গার রাস্তার অবস্থা খারাপ ছিল, সেটা এখন মেরামতির পর ঝকঝকে হয়েছে। তবে কিছু জায়গায় এখনও কাজ বাকি আছে বলে পুরসভা জানিয়েছে। দ্রুত সেগুলি সারাই হবে বলে জানানো হয়েছে। এবার কলকাতার পুজোর আলো তাক লাগিয়ে দিতে পারে এখন থেকে মনে হচ্ছে। অনেক পুজো কমিটিই এবার আলোয় জোর দিচ্ছেন।