কলকাতা ( প্রতীকী ছবি:File Photo)

কয়েকবছর আগেও জলের তলা দিয়ে মেট্রো চলাচল কলকাতাবাসীর কাছে স্বপ্ন ছিল। চলতি বছরেই সেই স্বপ্নপূরণ হয়েছে। দেশের মধ্যে প্রথম এই রাজ্যেই চালু হয়েছে গঙ্গার (Ganges) তলা দিয়ে মেট্রো পরিষেবা। এবার যদি বলা হয় যে গঙ্গার তলা দিয়ে ছুটবে বাস, লরি, কিংবা ট্যাক্সির মতো যানবাহন? হ্যাঁ এবার কেন্দ্র সরকার এই পরিকল্পনা নিয়ে সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে এই নিয়ে কথাবার্তা হয়েছে। কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, পরিবহণ দফতরকে পাশে নিয়ে এই কাজটি করতে চাইছে কেন্দ্র।

সূত্রের খবর, ২০৩০ সালের মধ্যে এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চাইছে কেন্দ্র। এখন থেকে যদি পরিকল্পনামাফিক সমস্ত কাজ হয় তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে এই কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। জানা যাচ্ছে, সালকিয়া থেকে কলকাতা বন্দর পর্যন্ত তৈরি হবে এই সুরঙ্গ। এতে চাপ কমবে দিল্লি রোড, কলকাতা-ডানকুনিগামী রুটে। এছাড়া খিদিরপুর, ধর্মতলা সংলগ্ন এলাকাতেও ট্রাফিকের চাপ অনেকটাই কমবে বলে আশা করা যাচ্ছে। এই সুরঙ্গ দিয়ে মূলত বড়বড় লড়ি, ট্রাক, যাত্রীবাহী বাস। বর্তমানে ওই রুটে পরীক্ষা নিরিক্ষার কাজ চলছে। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার।

প্রসঙ্গত, সাঁতরাগাছি, হুগলি ব্রিজে নিত্যদিনই যানজটের সম্মুখীন হন বহু নিত্যযাত্রী। অফিস টাইমে এই রুট পেরোতে লোকজন হাতে সময় নিয়ে বাইরে বেরোন। যে রাস্তা ১৫-২০ মিনিটের মধ্যে অতিক্রান্ত হয়ে যায়, সেই রুট যানজটের কারণে কমপক্ষে এক থেকে দেড়ঘন্টা সময় লাগে। তবে এই টানেল তৈরি হলে সময় বাঁচবে অনেক। নিত্যদিনের হয়রানি থেকে মুক্তি পাবেন বহু মানুষ।