আগামী পয়লা জুন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বদলে তিনটি নিয়ম। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করা কমিটির প্রস্তাবে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নিয়ম আনল আইসিসি। আগামী ৭ জুন থেকে ওভালে হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কার্যকর থাকবে এই নিয়মগুলি। যে তিনটি নিয়ম আসছে সেগুলি হল-১) এবার থেকে আর সফট সিগন্যালের নিয়ম থাকছে না।
সরাসরি একেবারে সিদ্ধান্ত জানাবেন থার্ড আম্পয়ার। ২) মাঠে ঝুঁকিপূর্ণ জায়গায় দাঁড়ালে হেলমেটের ব্যবহার বাধ্যতামূলক হচ্ছে। ৩) ফ্রি হিটে বল স্ট্যাম্পে লাগার পর ব্যাটার রান নিলে তা বৈধ রান হিসেবে গণ্য হবে। আরও পড়ুন-কোনও প্রস্তুতি ম্যাচ ছাড়াই সরাসরি টেস্ট ফাইনালে নামছে অস্ট্রেলিয়া
দেখুন টুইট
Some important rule changes announced by ICC ahead of the WTC Final 😳#ICC #WTCFinal #CricketTwitter pic.twitter.com/T9QTvltOpN
— InsideSport (@InsideSportIND) May 15, 2023
সফট সিগন্যাল- মাঠে থাকা আম্পয়ারের ব্য়াটারের আউট সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিতে দ্বিধা হলে তিনি থার্ড আম্পয়ারের দ্বারস্থ হন। ক্রিকেটে এই নিয়ম বেশ পুরনো। কিন্তু ক বছর আগে চালু হয় সফট সিগন্যাল নামের একটি নিয়ম। যেখানে মাঠে থাকা আম্পয়ার তার মত জানিয়ে 'সফট সিগন্যাল' পাঠান থার্ড আম্পয়ারকে। সফট সিগন্যালের মাধ্যমে মাঠে থাকা আম্পয়াররা জানা, তাদের এই দ্বিধায় থাকা সিদ্ধান্ত নিয়ে কী মত। ফলে অনেক সময়ই টিভি রিপ্লে দেখে নিখুঁতের কাছাকাছি সিদ্ধান্ত নেওয়ার সুবিধা থাকলেও থার্ড আম্পয়ারকে ভরসা করতে মাঠে থাকা আম্পয়ারের অনুভূতি বা মনে হওয়ার ওপর দাঁড়িয়ে। এই সফট সিগন্যালের নিয়মের কারণে বেশ কয়েকবার ভুল সিদ্ধান্ত নিতে দেখা যায় থার্ড আম্পায়রাকে। তাই এবার থেকে আন্তর্জাতিক ক্রিকেটে থার্ড আম্পয়ারকে আর কোনও সফট সিগন্যাল পাঠাতে হবে না মাঠের আম্পয়ারকে।
হেলমেট- ক্রিকেটে ব্যাটারদের শটের বাহার বাড়ছে। টি-২০ আসার পর আগের চেয়ে অনেক বেশী শট বড় শট খেলছেন ব্যাটাররা। আর তাই ঝুঁকিপূর্ণ জায়গায় দাঁড়িয়ে ফিল্ডিং করলে হেলমেটের ব্যবহার বাধ্যতামূলক করল আইসিসি। পেস বোলারদের খেলার সময় ব্যাটারদের হেলমেট পরা বাধ্যতামূলক হল। পাশাপাশি স্ট্যাম্পের কাছে দাঁড়ালে উইকেটকিপারদের পরতে হবে হেলমেট।
দেখুন টুইট
International Cricket Council (ICC) makes helmets mandatory for 'high-risk positions'
The compulsion of helmets will be for when batters are facing fast bowlers, when wicketkeepers are standing up to the stumps and when fielders are close to the batter in front of the wicket, as… pic.twitter.com/GuMbM0X7ax
— ANI (@ANI) May 15, 2023
ফ্রি হিট- নো বলের পরের ডেলিভারটা ফ্রি হিট দেওয়া হয়। ফ্রি হিট বলে আউট হন না ব্যাটার। এতদিন ফ্রি হিট বলে বোল্ড হয়ে গেলে, বল দূরে গেলেও ব্য়াটাররা রান নিতে পারতেন না। কিন্তু এবার থেকে সেটা পারবেন। ফ্রি হিটে বল স্ট্যাম্পে লাগার পর ব্যাটার রান নিলে তা বৈধ রান হিসেবে গণ্য হবে। মানে আরও পরিষ্কার করে বললে দাঁড়ায়, ফ্রি হিটে বোল্ড হলেও রান নিতে দৌড়তে পারবে ব্যাটার। সেই রান যোগ হবে ব্যাটারের রান হিসেবে। মানে ব্যাটে বল স্পর্শ না করেও এবার থেকে ব্যাটার শুধু দৌড়েই রান পাবেন।