Eid-Al-Fitr 2025 (Photo Credits: X)

Eid-Al-Fitr 2025: অপেক্ষার প্রহর গোনা শেষ। ভারতের আকাশে দেখা মিলল চাঁদের। পবিত্র চাঁদের উপস্থিতিই নির্ধারণ করে ইদ কবে উদযাপিত হবে। সোমবার, ৩১ মার্চ ভারতজুড়ে পালিত হবে খুশির ইদ অর্থাৎ ইদ-উল-ফিতর (Eid-Al-Fitr 2025)। রবিবারের আকাশে চাঁদের উপস্থিতি নিশ্চিত করেছে সেন্ট্রাল মুন সাইটিং কমিটির চেয়ারম্যান মৌলানা খালিদ রশিদ ফিরঙ্গি মহালি। এরপরেই ইদের দিন ঘোষণা করেছে কলকাতার নাখোদা মসজিদ।

পবিত্র রমজান মাসের (Ramadan 2025) সমাপ্তি শেষে সোমবার ইদ উদযাপনের পালা। মুম্বই, নয়াদিল্লি, লখনউ, বেঙ্গালুরু, কলকাতা, পাটনা সহ অন্যান্য প্রধান শহরগুলিতে চাঁদের দর্শন মিলতেই প্রতিটা মুসলিম ধর্মী মানুষের মুখে খুশির ঝলক ছলকে পড়ছে। মৌলানা খালিদ রশিদ জানান, 'রবিবার সন্ধ্যা ভারতের আকাশে পবিত্র চাঁদের দেখা মিলেছে। সোমবার ভারতজুড়ে উদযাপিত হবে ইদ-উল-ফিতর (Eid-Al-Fitr 2025)। সকাল ১০টায় লখনউতে পড়া হবে ইদের নমাজ'। ভারতের পাশাপাশি দুই পড়শি দেশ পাকিস্তান এবং বাংলাদেশেও রবিবার চাঁদ দেখা গিয়েছে। দুই প্রতিবেশী দেশেও সোমে পালিত হবে ইদ।

যদিও সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবারই চাঁদের দেখা মিলেছিল। রবিবার উদযাপিত হয়েছে ইদ।