Earthquake Debris In Myanmar (Photo Credit: X)

Myanmar Earthquake Death Toll : গত শুক্রবার হওয়া ৭.৭ মাত্রার ভূমিকম্পে তছনছ মায়ানমার, তাইল্যান্ড। মহা বিপর্যয়ের ৫০ ঘণ্টা পরেও মায়ানমার পুরোপুরি বিশ্বস্ত। গরীব দেশ হওয়া পরিকাঠামোগত দিক থেকে অনেকটা পিছিয়ে থাকায় এখনও মায়নমারের বেশ কয়েকটি জায়গায় সেভাবে উদ্ধারকাজ শুরু হয়নি। গত শুক্রবার হওয়া ৭.৭ মাত্রার ভূমিকম্পে তছনছ মায়ানমার, তাইল্যান্ড। মহা বিপর্যয়ের ৫০ ঘণ্টা পরেও মায়ানমার পুরোপুরি বিশ্বস্ত। গরীব দেশ হওয়া পরিকাঠামোগত দিক থেকে অনেকটা পিছিয়ে থাকায় এখনও মায়নমারের বেশ কয়েকটি জায়গায় সেভাবে উদ্ধারকাজ শুরু হয়নি। যদিও ভারত সহ বেশ কয়েকটি দেশ মায়নামার উদ্ধারকাজ, ত্রানে সাহায্য করছে। এদিন দুপুর পর্যন্ত মায়নামারে মৃতের সংখ্যা ১৭৬২ জন বলে জানানো হয়েছে।

কিন্তু যেভাবে ধ্বংসস্তুপ থেকে দেহ উদ্ধার হয়েই চলেছে, এবং এখনও বেশ কিছু জায়গায় এখনও ধ্বংসস্তুপ সরানোর কাজ শুরুই হয়নি, তাই বিশেষজ্ঞদের আশঙ্কা মায়নামার ভূমিকম্পে মোট মৃতের সংখ্যা দু হজারা ছাড়িয়ে যেতে পারে।

মায়নামারের ভয়াবহ ভূমিকম্পের ভিডিয়ো

শুক্রবার রিখটার স্কেলে ৭.৭ মাত্রায় কেঁপে উঠেছিল ভারতের পড়শি দেশ মায়ানমার। সেই কম্পন থাইল্যান্ড-সহ দক্ষিণ পূর্ব এশিয়ার একাংশে অনুভূত হয় সাজানো, গোছানো শহর মান্দালয়ের (Mandalay) চেহারা কয়েক ঘণ্টার মধ্যে পুরোপুরি বদলে দিয়েছে ভূমিকম্প। শহরের বিভিন্নপ্রান্তে রাস্তা জুড়ে তৈরি হয়েছে বিশালাকার ফাটল। ভেঙেচুরে একাকার হয়ে গিয়েছে পথঘাট। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের যোগাযোগ ব্যবস্থা। ফাটল ধরা রাস্তার একটি ভিডিয়ো উঠে এসেছে নেটপাড়ায়। তা দেখে মনে হচ্ছে, ভূ-গর্ভ যেন আছে মানুষ গিলে খাবে বলে।