Shreyas Talpade (Photo Credits: X)

মুম্বই, ২৮ মার্চঃ ফের আইনি ঝামেলায় জড়িয়ে পড়লেন বলিউড অভিনেতা শ্রেয়স তালপাড়ে (Shreyas Talpade)। আর্থিক দুর্নীতিতে নাম জড়াল বলি তারকার। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মাহোবা জেলায় কয়েক কোটি টাকার একটি চিটফান্ড দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে শ্রেয়সের বিরুদ্ধে। অভিনেতা-সহ আরও ১৪ জনের বিরুদ্ধে ওই চিটফান্ড কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছে।

জানা যাচ্ছে, বলি অভিনেতা শ্রেয়াস-সহ বাকি অভিযুক্তরা 'দ্য লোনি আরবান মাল্টিস্টেট ক্রেডিট অ্যান্ড থ্রিফ্ট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড' নামে একটি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগ, ওই সংস্থা গ্রাহকদের জমা করা বিনিয়োগের উপর মোটা অঙ্কের সুদের প্রতিশ্রুতি দিয়েছিল। অল্প সময়ের মধ্যে বিনিয়োগ দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে গ্রামবাসীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা গ্রহণ করেছিল ওই সংস্থা। কিন্তু আচমকাই কোনরকম পূর্বাভাস ছাড়াই তালা পড়ে যায় সংস্থার দফতরে। চম্পট দেয় সংস্থার এজেন্টরাও। টাকা দ্বি-গুণ করার লোভে সর্বস্ব খুইয়ে পথে বসেছেন বহু গ্রামবাসী। কোন উপায় না পেয়ে শেষমেশ আইনের দারস্ত হয় গ্রামের মানুষজন।

মাহোবার শ্রীনগর থানায় দ্য লোনি আরবান মাল্টিস্টেট ক্রেডিট অ্যান্ড থ্রিফ্ট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামক ওই সংস্থার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত শুরু করেছে। বলি অভিনেতা-সহ মোট ১৪ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ।

তবে আর্থিক দুর্নীতির সঙ্গে অভিনেতা শ্রেয়স তালপাড়ের নাম প্রথমবার জড়াল এমনটা নয়। এই বছরের ফেব্রুয়ারিতেই বলিউডের দুই অভিনেতা শ্রেয়স তালপাড়ে ও আলোক নাথ-সহ ১৩ জনের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের হয়েছিল হরিয়ানায়। সেবারেও ভুয়ো সংস্থার মাধ্যমে লোকজনকে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ঠোকানোর অভিযোগ উঠেছিল।