
বিশাখাপত্তনাম, ৩০ মার্চ: এবারের আইপিএলে ব্যাটসম্যানদের দাপট। বেশীরভাগ ম্য়াচই একটা ইনিংসে ২০০ প্লাস রান, বা তার কাছাকাছি রান উঠছে। এর মধ্যেই এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরিটা হাঁকিয়ে ফেলেছেন ইশান কিষাণ। এবার ব্যাটারদের দাপটের মাঝে আইপিএল ২০২৫-র প্রথম পাঁচ উইকেটের দারুণ স্পেলটা করলেন দিল্লি ক্যাপিটালসের অজি পেসার মিচেল স্টার্ক। বিশাখাপত্তনামে সান রাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে স্টার্ক ৩৫ রান দিয়ে নিলেন ৫টি উইকেট।
গত আইপিএলের ফাইনালে ম্যাচের সেরা হয়েছিলেন নাইটদের স্টার্ক
গত আইপিএলের ফাইনালে যে স্টার্ক ম্যান অফ দি ম্যাচ হয়ে নাইটদের তৃতীয়বার খেতাব এনে দিয়েছিলেন। স্টার্ককে ছেড়ে দেয় শাহরুখ খানরা, এরপরই নিলামে ১১ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনে নেয় দিল্লি। সেই স্টার্ক এবারের শুরুতেই দিল্লির মুখে হাসি ফোটালেন।
স্টার্কের আগুন
𝐒𝐭𝐚𝐫𝐜 𝐒𝐡𝐢𝐧𝐞𝐬 𝐰𝐢𝐭𝐡 𝐚 𝐌𝐚𝐢𝐝𝐞𝐧 𝟓-𝐅𝐞𝐫! 🌟🔥
Despite Starc’s brilliance, SRH’s middle order fought back to post a respectable total! 💪
Will Delhi chase down the total, or will Hyderabad manage to restrict them? 👀
Watch the LIVE action on JioHotstar ➡… pic.twitter.com/1bqpZYTs0Y
— Star Sports (@StarSportsIndia) March 30, 2025
বিশাখাপত্তনামে স্টার্কের বিস্ফোরক স্পেল
খাতায় কলমে আইপিএলের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপকে একাই শেষ করলেন স্টার্ক। দিল্লির তারকা অজি পেসার তার প্রথম স্পেলে হায়দরাবাদের ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নেন- ট্রাভিস হেড (১২), ঈশান কিষাণ (২) ও নীতীশ রেড্ডি (০)-এর উইকেট। এরপর শেষের দিকে স্টার্কের বলে আউট হন উয়াওন মুলডার (৯) ও হর্ষল প্য়াটেল (১)। স্টার্কের দুরন্ত স্পেলে ঝলসেও হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে করে ১৬৩ রান।
নাইটদের প্রাক্তনী
প্রসঙ্গত, ২০২৪ আইপিএলের আগে এই স্টার্ককেই রেকর্ড ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় নিলামে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। গত আইপিএলের ফাইনালে সান রাইজার্সের বিরুদ্ধে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়োড় হয়েছিলেন নাইটের স্টার্ক।