ছবির শুটিংয়ের জন্যে উত্তরবঙ্গে (North Bengal) পাড়ি দিয়েছেন বলি অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। সঙ্গে দক্ষিণী সুন্দরী শ্রীলীলা (Sreeleela)। অনুরাগ বসুর পরিচালনায় প্রথমবার জুটিতে কার্তিক-শ্রীলীলা। ডুয়ার্স সংলগ্ন বিভিন্ন এলাকা জুড়ে চলছে শুটিং। তারকা দর্শনে পাহাড়িভক্তদের ঢল নামে। কড়া নিরাপত্তার মধ্যে শুটিং করছেন তারকাদ্বয়।
এর আগেও 'বরফি' ছবির শুটিং করতে দার্জিলিং এসেছিলেন অনুরাগ। বলি পাড়ায় কান পাতলে শোনা যায়, উত্তরবঙ্গ অনুরাগের অন্যতম পছন্দের শুটিং স্পট। উত্তরবঙ্গে বলি তারকাদের শুটিংয়ের নানা দৃশ্য ইতিমধ্যেই ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
শুটিং সেট থেকে ফাঁস ছবিঃ
#KartikAaryan and #Sreeleela shooting in Siliguri. pic.twitter.com/MSDAWf0CSn
— Filmynews Network (@filmynewsnetwrk) March 28, 2025
এবার চা বাগানের কোলে নায়িকার সঙ্গে চা খাওয়ার ছবি শেয়ার করলেন খোদ অভিনেতা। নায়িকার মুখপানে চেয়ে কার্তিক লিখলেন, 'তু মেরি জিন্দেগি হ্যা'। কানাঘুষো এও খবর, ছবির শুটিং করতে গিয়ে নাকি একে অপরের প্রেমে পড়েছেন কার্তিক এবং শ্রীলীলা। তবে সেই খবর কতটা সত্যি তা কেউই নিশ্চিত নয়। ভক্তকুলের একাংশের মত, সবই ছবির প্রচার কৌশল।
চা বাগানের কোলে চা-য়ে চুমুকঃ
View this post on Instagram
কার্তিক এবং শ্রীলীলা অভিনীত রোম্যান্টিক ছবির নাম প্রথমে 'আশিকি থ্রি' ভাবা হয়েছিল ঠিকই কিন্তু এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম নির্মাতা মুকেশ ভাট এবং মহেশ ভাট যুক্ত হতে চাননি অনুরাগের ছবির সঙ্গে। তাই এখনও এই ছবির নাম নির্ধারণ করেননি নির্মাতারা।