ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবিঃX)

নয়াদিল্লিঃ অনেক আশা নিয়ে নামী বেসরকারি স্কুলে(Private School) সন্তানকে ভর্তি করেছিলেন বাবা-মা। কিন্তু সেই স্কুলেই যে রোজ মার খাচ্ছে শিশু তা টের পাননি তাঁরা। আচমকাই স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে(WhatsApp Group) একটি ভিডিয়ো দেখতে পেয়ে মাথায় হাত তাঁদের। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, তাঁদের বিশেষভাবে সক্ষম ছেলেকে বেধড়ক মারছেন এক শিক্ষক। এরপরই পুলিশের দ্বারস্থ হয় ওই পড়ুয়ার অভিভাবক।

বিশেষভাবে সক্ষম শিশুকে মারধর, ভাইরাল শিক্ষক

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ৫৫-এর গ্রীন রিবন আন্তর্জাতিক স্কুলে। অভিযুক্ত শিক্ষকের নাম অনিল কুমার। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ১০ বছরের ওই শিশুকে লেখাচ্ছেন ওই শিক্ষক। তাঁর কথার এদিক-ওদিক হতেই শিশুর গায়ে হাত তোলেন তিনি। বুঝিয়ে বলা তো দূর বেধড়ক মারা হয় ওই শিশুকে। এই ঘটনা জানাজানি হতে, প্রথমে স্কুল কর্তৃপক্ষের দ্বারস্থ হয় শিশুর বাবা-মা। তাতে কোনও কাজ না হওয়ায় ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 বিশেষভাবে সক্ষম পড়ুয়াকে বেধড়ক মার, ভাইরাল স্কুল শিক্ষকের কীর্তি