টানা এক মাস ধরে পবিত্র রমজান মাস পালনের পর আজ দেখা গেছে চাঁদ। তার মানেই রাত পেরোলে মুসলমানদের প্রধান উৎসব খুশির ঈদ (Eid) বা ঈদ উল-ফিতর (Eid Ul-Fitr)। এই মুসলমান উৎসব মিঠি ঈদ নামেও পরিচিত। ইসলামী ক্যালেন্ডার (হিজরি) অনুযায়ী নবম মাসটি হল রমজান মাস। আর দশম মাস অর্থাৎ শাওয়ালের প্রথম দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয় ঈদ।

ইসলামী বিশ্বাস অনুসারে, যারা সৎ উদ্দেশ্য প্রার্থনা এবং উপবাস করেন, ঈশ্বর তার ভক্তদের অতীতের পাপকে ক্ষমা করেন। দিনটি পবিত্র নবী হজরত মোহাম্মদ যেদিন পবিত্র কোরানের প্রথম প্রকাশনা হিসাবে চিহ্নিত। ঈদ-উল-ফিতর কথাটির অর্থ উপবাস ভঙ্গের উত্‍সব। রমজান মাসের উপবাস ভঙ্গ করা হয় ইদের দিনে। চাঁদ দেখার ওপর নির্ভর করে, রমজান মাস কখনও ২৯ দিন তো কখনও ৩০ দিন হয়। এরপর চাঁদ দেখে পালন নয় খুশির ঈদ।

বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়িতেই তৈরি করা চলছে ঈদের ঐতিহ্যবাহী খাবার। আর দূরে থাকা পরিজনদের ঈদের দিনে পাঠিয়ে দিতে লেটেস্টলি বাংলা নিয়ে এসেছে ঈদের শুভেচ্ছা বার্তা।