গত সপ্তাহে অশান্ত থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদের (Murshidabad) পরিস্থিতি। বর্তমানে দোকানপাট খুলছে ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জের মতো এলাকাগুলিতে। আর তারপরই বৃহস্পতিবার ক্ষতিগ্রস্থ এলাকাগুলি পরিদর্শনে যাওয়ার কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনই না যাওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু তা না শুনেই শুক্রবার মুর্শিদাবাদ সফরের জন্য বেরিয়ে পড়েছেন রাজ্যপাল। যার ফলে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কার্যত বেনজির আক্রমণ করেন তাঁকে।

কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

এদিন তৃণমূল সাংসদ বলেন, "যেদিন থেকে রাজ্যপালের দায়িত্বে সিভি আনন্দ বোস এসেছেন, সেদিন থেকে কেন্দ্র শাসক দলের এজেন্ট হিসেবে তিনি কাজ করছেন। উনি এখন বিজেপির মুখপাত্র হয়ে গিয়েছেন। যেখানে আদালত পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্থ এলাকাগুলি পরিদর্শন করার নির্দেশ কাউকে দেয়নি। সেখানে রাজ্যপাল শুধু ক্ষমতার অপব্যবহার করে মুর্শিদাবাদে যাচ্ছেন। এটা সম্পূর্ণভাবে বিজেপির এজেন্টে পরিণত হয়েছেন"।

দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

মালদায় পৌঁছেছেন রাজ্যপাল

শুক্রবার বিকেলেই মালদায় এসে পৌঁছেছেন রাজ্যপাল বোস। সূত্রের খবর, আজ বৈষ্ণবনগরের যে স্কুলে মুর্শিদাবাদের ঘরছাড়ারা আটকে রয়েছেন তাঁদের সঙ্গে দেখা করবেন তিনি। তারপর আগামীকাল অর্থাৎ শনিবার মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। তবে শুধু রাজ্যপালই নন, শুক্রবার সকাল থেকে জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশনের সদস্যরাও গিয়েছিলেন মালদায়।